নজরে মহিলা যাত্রীদের নিরাপত্তা, অ্যাপ ক্যাবের দৌরাত্ম্য রুখতে নির্দেশিকা জারি নবান্নের

গাড়িতে বসে প্যানিক বটন টিপলেই অ্যার্লাম বেজে উঠবে স্থানীয় থানায়।

Updated By: Mar 4, 2022, 12:02 AM IST
নজরে মহিলা যাত্রীদের নিরাপত্তা, অ্যাপ ক্যাবের দৌরাত্ম্য রুখতে নির্দেশিকা জারি নবান্নের

নিজস্ব প্রতিবেদন: শহরে অ্যাপ ক্যাবের দৌরাত্ম্য রুখতে তৎপর রাজ্য সরকার। মহিলাদের যাত্রীদের সঙ্গে ব্যবহার কেমন হওয়া উচিত, সেবিষয়ে এবার কাউন্সেলিং করা হবে চালকদের। শুধু তাই নয়, গাড়িতে বসে প্যানিক বটন টিপলেই অ্যালার্ম বেজে উঠবে স্থানীয় থানায়। ২২ পাতার নির্দেশিকা তৈরি করেছে নবান্ন।

ক্যাব-নির্দেশিকা
-----
চালকদের ৩০ ঘণ্টার প্রশিক্ষণ বাধ্য়তামূলক।
মহিলা যাত্রীদের সঙ্গে কেমন ব্যবহার করতে হবে, সে বিষয়ে চালকদের কাউন্সেলিং। 
গাড়িতে প্যানিট বটন থাকা বাধ্যতামূলক। ওই বটন টিপলেই অ্যালার্ম বাজবে থানায়। 
মহিলা যাত্রীদের লোকেশন জানানোর জন্য আলাদা অ্য়াপ।
ওই অ্যাপে মাধ্যমে ফোন করা যাবে লালবাজারের কন্ট্রোলরুমে।
কোনও অবস্থাতেই চালকদের মদ বা মাদক ব্যবহার বরদাস্ত করা হবে
না।

স্রেফ মহিলা যাত্রীদের নিরাপত্তাই নয়, অ্যাপ ক্যাবের ভাড়া নির্দিষ্ট করে দিয়েছে রাজ্য সরকার। নির্দেশিকা বলা হয়েছে, হলুদ ট্যাক্সি ন্যূনতম ভাড়ার ৫০ শতাংশ পর্যন্ত কম ভাড়া দেওয়া যাবে।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

.