নিজস্ব প্রতিবেদন: পূর্ব নির্ধারিত অপারেশন আপাতত বন্ধ। গতবারের তুলনায় করোনা রোগীদের জন্য ২৫ শতাংশ শয্যা বাড়াতে হবে বেসরকারি হাসপাতালগুলিকে। ওয়েস্ট বেঙ্গল ক্লিনিক্যাল এস্টাবলিস্টমেন্ট রেগুলেটরি কমিশনের নির্দেশ, কোনও রোগীকে ফেরানো যাবে না। এমনকী, প্রাথমিক চিকিৎসার পর সংশ্লিষ্ট হাসপাতাল কর্তৃপক্ষকেই দায়িত্ব নিয়ে করোনা আক্রান্তদের অন্যত্র ভর্তি ব্যবস্থা করতে হবে। 

ভোটের মরশুমে আতঙ্ক ছড়াচ্ছে করোনা। সর্বদল বৈঠকের পর ইতিমধ্যেই প্রচারে রাশ টেনেছে কমিশনও। কিন্তু সংক্রমণ রুখবে কে! গত ২৪ ঘণ্টায় বাংলার আক্রান্তের সংখ্যা  ৭ হাজার ছুঁইছুঁই! মারা গিয়েছেন ২৬ জন। এমনকী, যাঁরা ভোটে দাড়়িয়েছেন, রেহাই নেই তাঁদেরও। মাত্র ১ দিনের ব্যবধানের মুর্শিদাবাদের প্রাণ হারিয়েছেন দুটি আলাদা রাজনৈতিক দলের প্রার্থী। বৃহস্পতিবার সামসেরগঞ্জের কংগ্রেস প্রার্থী  রেজাউল হক, আর এদিন করোনার বলি জঙ্গিপুরের RSP প্রার্থী প্রদীপ নন্দী। ভোট মিটতেই আবার সংক্রমিত হলেন চুঁচুড়ার তৃণমূল প্রার্থী অসিত মজুমদার। প্রচারের শেষলগ্নে ভাইরাসের কবলে পড়েছেন উত্তর দিনাজপুরের গোয়ালপোখরে শাসকদলের প্রার্থী গোলাম রব্বানিও। 

আরও পড়ুন: ভোটযুদ্ধের মাঝে রাজ্যে করোনায় বলি ২৬, আক্রান্ত ৭ হাজারের কাছাকাছি

রাজ্যে যখন এই পরিস্থিতি, তখন বেড কোথায়? হাসপাতালগুলির কার্যত হিমশিম অবস্থা। সূত্রের খবর, হাতে গোনা কয়েকটি বেড ফাঁকা পড়ে আছে। স্রেফ পরিকাঠামোর অভাবে তাবড় তাবড় হাসপাতালের পক্ষেও একা হাতে পরিস্থিতি সামাল দেওয়া সম্ভব নয়। এদিন শহরের বেসরকারি হাসপাতালগুলির বৈঠকে বসেছিলেন ওয়েস্ট বেঙ্গল ক্লিনিক্যাল এস্টাবলিস্টমেন্ট রেগুলেটরি কমিশনের সদস্যরা। স্রেফ বেড সংখ্যা বাড়ানো বা রোগীদের ফেরানো বন্ধ করাই নয়, আরও বেশ কয়েকটি নির্দেশিকা জারি করা হয়েছে। যেমন,রোগীর পরিজনদের অভিযোগ জানানোর জন্য Grievance redressal সেল চালু, প্রয়োজনে ছোট নার্সিংহোমের সঙ্গে চুক্তি করে রোগী ভর্তি ব্যবস্থা, এমনকী সরকারি পরিকাঠামো ব্যবহার জন্য স্বাস্থ্য কমিশনকে প্রস্তাব পাঠাতে পারে নার্সিংহোমগুলি।  জানা গিয়েছে, এই বৈঠকে বেসরকারি হাসপাতালের তরফে করোনা রোগীদের জন্য় ৫০০ বেড বাড়ানোর কথা জানিয়ে দিয়েছে। বাকি হাসপাতালগুলি কত বেড বাড়াতে পারবে? ২৪ ঘণ্টার মধ্যে তা জানানোর নির্দেশ দেওয়া হয়েছে। 

English Title: 
WB govt orders to increase bed for Corona patients in private hospitals
News Source: 
Home Title: 

করোনার দাপটে বেসামাল পরিস্থিতি, বেসরকারি হাসপাতালগুলিকে বেড বাড়ানোর নির্দেশ সরকারের

করোনার দাপটে বেসামাল পরিস্থিতি, বেসরকারি হাসপাতালগুলিকে বেড বাড়ানোর নির্দেশ সরকারের
Yes
Is Blog?: 
No