এখনই পিছু ছাড়ছে না কালবৈশাখী

কলকাতা-সহ দক্ষিণবঙ্গে আজও কালবৈশাখীর পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর। দক্ষিণবঙ্গে ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বইবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। গত শুক্রবার থেকে লাগাতার দক্ষিণবঙ্গে দাপট দেখিয়ে চলেছে কালবৈশাখী।

Updated By: Apr 12, 2012, 01:03 PM IST

কলকাতা-সহ দক্ষিণবঙ্গে আজও কালবৈশাখীর পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর। দক্ষিণবঙ্গে ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বইবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। গত শুক্রবার থেকে লাগাতার দক্ষিণবঙ্গে দাপট দেখিয়ে চলেছে কালবৈশাখী। বুধবারও বেশ কয়েকটি জেলায় বৃষ্টি হয়। সঙ্গে ছিল দমকা হাওয়া। আগামী চব্বিশ ঘণ্টায় যে জেলাগুলিতে ঝড়বৃষ্টির সম্ভবনার কথা বলা হয়েছে সেগুলি হল কলকাতা, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়া।  

.