ফের আন্দোলনের তোড়জোড় ওয়েবকুটার
বকেয়া বেতন, অবসরের বয়স ৬৫ করা ও পদোন্নতির দাবিতে ফের আন্দোলনে নামতে চলেছে ওয়েবকুটা। ইতিমধ্যেই এই দাবিতে কর্মবিরতি পালন করেছেন কলেজের অধ্যাপকরা। এবার দ্বিতীয় দফার আন্দোলনে নামছেন তাঁরা।
বকেয়া বেতন, অবসরের বয়স ৬৫ করা ও পদোন্নতির দাবিতে ফের আন্দোলনে নামতে চলেছে ওয়েবকুটা। ইতিমধ্যেই এই দাবিতে কর্মবিরতি পালন করেছেন কলেজের অধ্যাপকরা। এবার দ্বিতীয় দফার আন্দোলনে নামছেন তাঁরা। দাবিদাওয়া নিয়ে মিছিল করে মুখ্যমন্ত্রীর কাছে স্মারকলিপি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ওয়েবকুটা।
মুখ্যমন্ত্রীর কাছে সময়ও চাওয়া হয়েছে। এদিকে ২৮ ফেব্রুয়ারি ধর্মঘটের দিন অনুপস্থিত শিক্ষকদের বিষয়ে সরকার ব্যবস্থা নিলে শিক্ষককে আইনি সাহায্য দেওয়ার কথা বলেছে ওয়েবকুটা। সেইসঙ্গে এই ইস্যুতে ফের আন্দোলনে নামার কথাও বলেছে তারা।