'আর নয় অন্যায়', শহিদ মিনারে পুরভোটের দিশা দেখাবেন অমিত

১ মার্চ কলকাতার শহিদ মিনারে অমিত শাহের সভা।

Reported By: অঞ্জন রায় | Updated By: Feb 28, 2020, 11:35 PM IST
'আর নয় অন্যায়', শহিদ মিনারে পুরভোটের দিশা দেখাবেন অমিত

নিজস্ব প্রতিবেদন: 'আর নয় অন্যায়'- মিটিং, মিছিল, কবিতা, ছড়া দিয়ে পুরভোটের সুর বেঁধে দিতে চলেছে রাজ্য বিজেপি। আগামী ২ মার্চ নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে পুরভোটকে মাথায় রেখে নয়া কর্মসূচি ঘোষণা করতে পারেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার ঠিক আগে শহিদ মিনারের সভায় 'আর নয় অন্যায়' প্রচারকৌশলের সূচনা করবেন অমিত শাহ। 

লোকসভা ভোটে গ্রামগঞ্জে বিজেপির দাপট চোখে পড়ার মতো। কিন্তু কলকাতা ও সংলগ্ন এলাকাগুলিতে গেরুয়া শিবিরের ফল তেমন নয়। পুরভোট মূলত শহর ও আধা শহরগুলিতে। আর সে কারণে একেবারে বামপন্থীদের কায়দায় 'আর নয় অন্য়ায়' ক্যাম্পেন শুরু করতে চলেছে রাজ্য বিজেপি। লক্ষ্য, পুরভোটের সঙ্গে একুশের আগে শাসক বিরোধী আন্দোলনকে তুঙ্গে নিয়ে যাওয়া। দিলীপ ঘোষ এদিন জানান, অমিত শাহের হাতে শহিদ মিনারে শুরু হবে কর্মসূচি। জেলাস্তরের নেতাদের সঙ্গেও বৈঠক করবেন শাহ। কর্মসূচি নিয়ে দিশা দেখাবেন।

ঠিক কী হবে প্রচারকৌশল? 

রাজ্য বিজেপি সূত্রের খবর, বাংলার রাজনীতির রীতি মেনে গান, কবিতার মাধ্যমে 'আর নয় অন্যায়' কর্মসূচি নেওয়া হবে। জেলায় জেলায় প্রচার ছড়িয়ে দেওয়া হবে। তৃণমূলের বিরুদ্ধে ওঠা দুর্নীতি, পুর পরিষেবার অব্যবস্থা ইত্যাদি তুলে ধরা মানুষের কাছে।   

১ মার্চ কলকাতার শহিদ মিনারে অমিত শাহের সভা। ওই সভায় সিএএ-র সমর্থনে ভাষণ দেবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। ওই দিন তাঁকে কালো পতাকা দেখানোর পরিকল্পনা নিয়েছে বাম ছাত্র-যুবরা। সেই প্রসঙ্গে এদিন দিলীপ ঘোষের কটাক্ষ,যাদের ভোটে হেরে মুখ কালো হয়ে গিয়েছে, তারা ওনাকে কালো পতাকা দেখাবে।        

আরও পড়ুন- ছবি: এক টেবিলে মুখোমুখি অমিত-মমতা, মধ্যাহ্নভোজন সারলেন ওড়িয়া খাবারে

 

.