মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা Mamata-র, বুধবার সকালে রাজভবনে শপথগ্রহণ

বুধবার রাজভবনে তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী (Chief Minister) হিসেবে শপথগ্রহণ মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। 

Updated By: May 3, 2021, 09:20 PM IST
মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা Mamata-র, বুধবার সকালে রাজভবনে শপথগ্রহণ

নিজস্ব প্রতিবেদন: বুধবার তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রীর পদে শপথ নেবেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তার আগে সোমবার রাজভবনে গিয়ে রাজ্যপালের কাছে  ইস্তফা দিলেন তিনি। তা গ্রহণ করে আগামীর জন্য শুভেচ্ছা জানিয়েছেন জগদীপ ধনখড় (Jagdeep Dhankhar)। বুধবার সকালে রাজভবনে তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী হিসেবে শপথগ্রহণ মমতার (Mamata Banerjee)। 
   
এ দিন সন্ধেয় রাজভবনে গিয়ে রাজ্যপালের (Governor Jagdeep Dhankhar) সঙ্গে সাক্ষাৎ করেন মমতা (Mamata Banerjee)। প্রায় দেড় ঘণ্টা ছিলেন। রীতি মেনে পদত্যাগ করেন মমতা (Mamata Banerjee)। তাঁর ইস্তফাপত্র গ্রহণ করেছেন রাজ্যপাল। অন্তর্বর্তী সময়ে মমতাকেই দায়িত্বভার সামলানোর অনুরোধ করেছেন। রাজ্যপাল টুইট করেন,''বিধানসভা ভোটে জয়ের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে শুভেচ্ছা জানাচ্ছি। তৃতীয়বারের জন্য মানুষকে সেবা করার সুযোগ পেয়েছেন। আশা করছি, রাজ্যের অতীত গৌরব পুনরুদ্ধার করবেন তিনি।''   

বুধবার সকাল ১০টা ৪৫ মিনিটে রাজভবনে শপথগ্রহণ করবেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। কোভিড পরিস্থিতির জন্য অতিথির সংখ্যাও থাকবে নিয়ন্ত্রিত। 

 

এ দিন বিকেলে পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee) বলেন,''নির্বাচিত জনপ্রতিনিধিরা সর্বসম্মতিক্রমে প্রিয় নেত্রী, জননেত্রীকে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের পশ্চিমবঙ্গ বিধানসভার পরিষদীয় দলের নেত্রী হিসেবে নির্বাচন করেছেন। সিদ্ধান্ত হয়েছে, আগামী ৫ মে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন। ৬ তারিখ থেকে তৃণমূলের সমস্ত নবনির্বাচিত জনপ্রতিনিধিদের শপথপাঠ করাবেন প্রোটেম স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়।''

আরও পড়ুন- আসতে কে বারণ করেছে! ফলপ্রকাশের পর দলত্যাগীদের 'ওয়েলকাম' Mamata-র

.