ক্ষমতায় এসেই রাজ্য পুলিসে কমিশনের বদল পাল্টে দিলেন Mamata

বিবেক সহায়কে রাজ্যের নিরাপত্তা অধিকর্তার পদে পুনর্বহাল করল নবান্ন।

Updated By: May 6, 2021, 12:11 AM IST
ক্ষমতায় এসেই রাজ্য পুলিসে কমিশনের বদল পাল্টে দিলেন Mamata

নিজস্ব প্রতিবেদন: প্রত্যাশা ছিলই। তাই-ই করল মমতা বন্দ্যোপাধ্য়ায়ের সরকার। রাজ্য পুলিসে একাধিক রদবদল হল মুখ্যমন্ত্রীর শপথের প্রথম দিনেই। বিবেক সহায়কে রাজ্যের নিরাপত্তা অধিকর্তার পদে পুনর্বহাল করল নবান্ন। নন্দীগ্রামে মুখ্যমন্ত্রীর পায়ে চোট লাগার পর সরিয়ে দেওয়া হয়েছিল তাঁকে।  

এ দিন যা বদল হয়েছে - পশ্চিমাঞ্চলের এডিজি ও আইজি সঞ্জয় সিং, অতিরিক্ত নির্দেশক (নিরাপত্তা) জ্ঞানবন্ত সিং, বারাকপুরের পুলিস কমিশনার মনোজ বর্মা, শিলিগুড়ির পুলিস কমিশনার গৌরব শর্মা, আসানসোলের পুলিস কমিশনার অজয়কুমার ঠাকুর, চন্দননগরের পুলিস কমিশনার অর্ণব ঘোষ, শ্যাম সিং বাঁকুড়ার পুলিস সুপার, ভাস্কর মুখোপাধ্যায় সুন্দরবন পুলিস জেলার সুপার, এস সেলভামুরুগনকে পুরুলিয়ার পুলিস সুপার, কে কান্নান কোচবিহারের পুলিস সুপার, ভোলানাথ পাণ্ডে আলিপুরদুয়ারের পুলিস সুপার, দেবর্ষি দত্ত জলপাইগুড়ির পুলিস সুপার, বৈভব তিওয়ারি বারুইপুরের পুলিস সুপার, সৌম্য রায় হাওড়া গ্রামীণ পুলিস সুপার, ইন্দিরা মুখোপাধ্যায় পূর্ব মেদিনীপুরের পুলিস সুপার, ওয়াই রঘুবংশী জঙ্গিপুর পুলিস জেলার সুপার,ইশানি পাল কৃষ্ণনগর পুলিস জেলার সুপার,সায়ক দাস রানাঘাট পুলিস জেলার সুপার, কামনাশিস সেন পূর্ব বর্ধমান জেলার পুলিস সুপার, ধৃতিমান সরকার ঝাড়গ্রামের পুলিস সুপার, রাহুব দে দক্ষিণ দিনাজপুরের পুলিস সুপার, অভিজিৎ বন্দ্যোপাধ্যায় ডায়মন্ড হারবারের পুলিস সুপার করা হয়েছে। 

কম্পালসারি ওয়েটিংয়ে পাঠানো হয়েছে আসানসোল-দুর্গাপুর পুলিস কমিশনারেট সিপি মিতেশ জৈন, বারাসত রেঞ্জের ডিআইজি মুকেশ, পূর্ব মেদিনীপুরের পুলিস সুপার সুনীল কুমার যাদবকে। 

এ দিন শপথের পর বীরেন্দ্র ও জাভেদকে পুরনো পদে ফিরিয়ে আনেন মমতা (Mamata Banerjee)। বলেন,''ডিজি হয়েছেন পুরনো ডিজি বীরেন্দ্রর। জাভেদ ছিল এডিজি আইনশৃঙ্খলা। তাঁকে ফিরিয়ে দেওয়া হয়েছে। যিনি ডিজি ছিলেন তাঁকে ফায়ার সার্ভিসের দায়িত্ব দিচ্ছি। আর এডিজি আইনশৃঙ্খলাকে সিভিল ডিফেন্সে পাঠানো হচ্ছে।''

আরও পড়ুন- শপথ নিয়েই শীতল-কাণ্ডে কড়া Mamata, সাসপেন্ড কোচবিহারের পুলিস সুপার

.