West Bengal Election 2021: শীতলকুচিতে হামলা চালিয়েছিল উন্মত্ত জনতা: BJP; মোদী-শাহের মুখোশ খুলে গেল: TMC
গতকাল শীতলকুচির (Sitalkuchi) ১২৬ নম্বর বুথের গন্ডগোলের একটি ভিডিয়ো প্রকাশ্যে আসে।
নিজস্ব প্রতিবেদন: শীতলকুচির (Sitalkuchi) ভাইরাল ভিডিয়ো টুইট করে মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) কাঠগড়ায় তুললেন বিজেপির আইটি সেলের প্রধান তথা রাজ্যে সহ-পর্যবেক্ষক অমিত মালব্য (Amit Malviya)। তৃণমূলের জাতীয় মুখপাত্র ডেরেক ও'ব্রায়েনের (Derek O'Brien) দাবি, 'মোদী-শাহ ও নির্বাচন কমিশনের মুখোশ খুলে দিয়েছে ভিডিয়ো ফুটেজ। শীতলকুচিতে ঠান্ডায় মাথায় নিরীহ নাগরিকদের খুন করা হয়েছে।'
গতকাল শীতলকুচির ১২৬ নম্বর বুথে গন্ডগোলের একটি ভিডিয়ো প্রকাশ্যে আসে। ওই ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি Zee ২৪ ঘণ্টা ডিজিটাল। তাতে দেখা যাচ্ছে, এক দল লোক লাঠি-বাঁশ নিয়ে বুথে হামলা চালাচ্ছে। ওই ভিডিয়োটি টুইট করে পঞ্চবাণে তৃণমূল নেত্রীকে আক্রমণ করেছেন অমিত মালব্য (Amit Malviya)। তাঁর কথায়, 'হিংসার জন্য দায়ী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) ৮ এপ্রিলের ভাষণ। বুথে ও সিআইএসএফের উপরে হামলা চালিয়েছিল উন্মত্ত জনতা। রাজবংশী আনন্দ বর্মন এরাই খুন করেছে। কোচবিহারের এসপি ও পোলিং আধিকারিকদের বক্তব্যের সত্যতা প্রমাণিত হল। নির্বাচনকে সাম্প্রদায়িক করে তুলছেন মমতা।'
Video of Sitalkuchi violence emerges. Proves
1. Mamata Banerjee’ speech of 8Apr responsible for violence
2. CISF and booth attacked by murderous mob
3. Anand Barman, a Rajbanshi, killed by same mob
4. Coochbehar SP and polling officers corroborate
5. Mamata communalising election pic.twitter.com/OmaSeKL95i
— Amit Malviya (@amitmalviya) April 15, 2021
ওই একই ভিডিয়ো নিয়ে তৃণমূলের রাজ্যসভার সাংসদ ডেরেক ও'ব্রায়েনের টুইট,'১১ মিনিটের ভিডিয়ো সব ফাঁস করে দিয়েছে। কোমরের নীচে গুলি না চালিয়ে কেন খুন করতে গেল কেন্দ্রীয় বাহিনী? এই ধরনের কঠিন প্রশ্নের জবাব দিতে হবে মোদী-শাহ ও নির্বাচন কমিশনকে। সত্যিটা বেরিয়ে আসবে।'
Damning 11 minute video now in the public domain. Cover up totally EXPOSED.
WHY did Central forces SHOOT TO KILL, instead of shooting below the waist ? These and many other hard Qs to be answered by Modi-Shah-EC. Truth prevails. #BengalElection2021 #SitalkuchiMassacre
— Derek O'Brien | ডেরেক ও'ব্রায়েন (@derekobrienmp) April 14, 2021
বিজেপি নেতা জয়প্রকাশ মজুমদারের (Jayprakash Majumdar) কথায়,'অমিত মালব্য যা বলেছেন, তা তো সত্যি। লাঠিসোটা নিয়ে জমায়েত হয়েছিল। ভোট দিতে তো লাঠি নিয়ে যেতে হয় না। দুষ্কর্ম করতেই লাঠি নিয়ে গিয়েছিল। এরা কারা? এসপি-র রিপোর্টের সত্যতা স্পষ্ট হয়ে গেল।' তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ (Kunal Ghosh) বলেন,'টুইট মালব্য কী বলল তাতে গুরুত্ব দিতে রাজি নই! গণহত্যায় সাফাই দিচ্ছেন বিজেপি নেতারা। আত্মরক্ষার্থের গুলি চালানোর মতো পরিস্থিতি তৈরি হয়েছিল, এমন ভিডিয়ো এখনও দেখাতে পারলেন না। বেঁচে থাকার লড়াই থেকে নজর ঘোরাতে হিন্দু-মুসলমান করছে বিজেপি।'
আরও পড়ুন- West Bengal Election 2021: বাকি দফাগুলি একসঙ্গে করা হোক, কমিশনকে অনুরোধ Mamata-র