সবুজ সাথী প্রকল্পে ফের সাইকেল দেওয়ার সিদ্ধান্ত নিল রাজ্য সরকার

সবুজ সাথী প্রকল্পে ফের সাইকেল দেওয়ার সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। গত দু'বছর ধরে নবম শ্রেণি থেকে উচ্চমাধ্যমিক পর্যন্ত ছাত্রছাত্রীদের দেওয়া হয় সাইকেল। গত বছরে ২৫ লাখ ছাত্রছাত্রীকে সাইকেল দেয় রাজ্য সরকার। এবার সেই সংখ্যা বাড়িয়ে ৩০ লাখ করা হচ্ছে বলে ঘোষণা।

Updated By: Mar 8, 2017, 10:25 PM IST
সবুজ সাথী প্রকল্পে ফের সাইকেল দেওয়ার সিদ্ধান্ত নিল রাজ্য সরকার
ফাইল ছবি

ওয়েব ডেস্ক : সবুজ সাথী প্রকল্পে ফের সাইকেল দেওয়ার সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। গত দু'বছর ধরে নবম শ্রেণি থেকে উচ্চমাধ্যমিক পর্যন্ত ছাত্রছাত্রীদের দেওয়া হয় সাইকেল। গত বছরে ২৫ লাখ ছাত্রছাত্রীকে সাইকেল দেয় রাজ্য সরকার। এবার সেই সংখ্যা বাড়িয়ে ৩০ লাখ করা হচ্ছে বলে ঘোষণা।

আরও পড়ুন- রাজ্যে শিক্ষাক্ষেত্রে দাদাগিরি নিয়ে এবার বিরক্তি প্রকাশ হাইকোর্টের

তিনটি  সাইকেল প্রস্তুতকারক সংস্থাকে বরাত দেওয়া হয়েছে। গত বছরে দেখা গিয়েছিল, সাইকেল দেওয়ার মাস তিনেকের মধ্যেই বিভিন্ন সমস্যা দেখা দেয়। তবে সাইকেল প্রস্তুতকারক সংস্থাগুলিকে মুখ্যমন্ত্রীর নির্দেশ, এবার অত্যন্ত যত্ন নিয়ে তৈরি করতে হবে সাইকেল। যাতে কোনও সমস্যা না থাকে।

.