নিজস্ব প্রতিবেদন: বরাবরই রাজ্যপালের বিরুদ্ধে সরব হয়েছেন পার্থ চট্টোপাধ্যায়। সেই পার্থ চট্টোপাধ্য়ায়ের মাতৃ বিয়োগে তাঁর বাড়িতে গিয়ে সমবেদনা জানালেন জগদীপ ধনখড়। শোকজ্ঞাপনের উদ্দেশ্যেই যে তিনি পার্থর বাড়ি যাচ্ছেন তা আগেই টুইট করে জানিয়ে দেন রাজ্যপাল।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন-'সবাই ট্রয়ের ঘোড়া নন', দলবদল নিয়ে টুইট বিজেপি সাংসদ Swapan Dasgupta র


রবিবার বয়সজনতি কারণে মৃত্যু হয় পার্থ চট্টোপাধ্যায়ের(Partho Chatterjee) মা শিবাণী চট্টোপাধ্যায়। বেশ কিছুদিন ধরে অসুস্থ ছিলেন তিনি। বাড়িতেই চলছিল চিকিত্সা। শেষপর্যন্ত এদিন দুপুর তিনটে নাগাদ তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। খবর পেয়েই তাঁর বাড়িতে যান অভিষেক বন্দ্যোপাধ্যায়। শ্মশানে শেষকৃত্যেও যান ফিরহাদ হাকিম সহ দলের অন্যান্য নেতারা। যান রাজীব বন্দ্যোপাধ্যায়ও(Rajib Banerjee)।



আরও পড়ুন-শিশির-সুনীলের সাংসদ পদ খারিজের দাবি, ফের স্পিকারকে ফোন Sudip Banerjee-র


এদিন পার্থর বাড়িতে গিয়ে তাঁর মায়ের ছবিতে মালা দেন রাজ্যপাল। এনিয়ে পার্থবাবু জানান, রাজ্য়পাল নিজেই ফোন করেছিলেন। ওর সঙ্গে সৌজন্যমূলক আলোচনা হয়েছে। তবে ওঁকে জানিয়ে দিয়েছি, আগামী ২ জুলাই বিধানসভার অধিবেশন হবে।


(Zee 24 Ghanta App : দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)