ধরনায় বসলেই মাইনে পাওয়া যায় না, হাওড়ায় পার্শ্বশিক্ষকদের নিশানা পার্থর
পার্শ্বশিক্ষকদের পাশাপাশি আজ রাজ্যপালকে নিয়েও মন্তব্য করেন পার্থ
নিজস্ব প্রতিবেদন: আন্দোলন নিয়ে পার্শ্বশিক্ষকদের নিশানা করলেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। শনিবার হাওড়া জেলা স্কুলের ১৭৫তম বর্যের অনুষ্ঠানে এসে তিনি কটাক্ষ করেন আন্দোলনরত পার্শ্বশিক্ষকদের।
আরও পড়ুন-রাষ্ট্রপতির দফতরে প্রাণভিক্ষার আবেদন ফেরত চাইল নির্ভয়া গণধর্ষকাণ্ডে মৃত্যুদণ্ড প্রাপ্ত বিনয় শর্মা
সাংবাদিকদের প্রশ্নের উত্তরে পার্থ চট্টোপাধ্যায় বলেন, বসলেই (ধরনায়) মাইনে পাওয়া যায় না। এটা একটা প্রজেক্টের কাজ। হাওড়ার মানুষ দেখেছে বসে বসে কীভাবে হাওড়ার শিল্প উঠে গিয়েছে। তৃণমূল সরকার ক্ষমতায় আসা পর পার্শ্বশিক্ষকদের শিক্ষিত করেছে সরকার আগের সরকার ওদের ফেলে রেখে গিয়েছিল। পার্শ্বশিক্ষকদের মাইনে আর বাড়াবে না সরকার।
আরও পড়ুন-প্রতিশোধ নেওয়া বিচারের উদ্দেশ্য হতে পারে না: প্রধান বিচারপতি
পার্শ্বশিক্ষকদের পাশাপাশি আজ রাজ্যপালকে নিয়েও মন্তব্য করেন পার্থ। শনিবার লিলুয়াতে রাজ্যপালের যাওয়ার পথে তাঁকে ব্যানার নিয়ে বিক্ষোভ দেখায় কিছু লোক। এনিয়ে পার্থ বলেন, রাজ্যপাল এখন নিত্যযাত্রী। তাঁর কোনও কাজ নেই। তিনি রোজই এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছেন। একদিন কোথাও গেলে না হয় বলা যেত। এটা এখন নিত্যকার ঘটনা। এনিয়ে মন্তব্য করব না।