আত্মঘাতী সাব ইন্সপেক্টরের মেয়েকে চাকরি দিল সরকার
আত্মঘাতী সাব ইন্সপেক্টর কার্তিক চট্টোপাধ্যায়ের মেয়েকে চাকরির নিয়োগপত্র দিল রাজ্য সরকার। সোমবার বাগুইআটির বাড়িতে গিয়ে এই নিয়োগপত্র তুলে দেন কলকাতা পুলিসের কমিশনার আর কে পচনন্দা।
আত্মঘাতী সাব ইন্সপেক্টর কার্তিক চট্টোপাধ্যায়ের মেয়েকে চাকরির নিয়োগপত্র দিল রাজ্য সরকার। সোমবার বাগুইআটির বাড়িতে গিয়ে এই নিয়োগপত্র তুলে দেন কলকাতা পুলিসের কমিশনার আর কে পচনন্দা।
কলকাতা এবং বিধাননগর সিটি পুলিসের কর্তাদের নিয়ে বিকেল চারটে নাগাদ বাগুইআটি যান তিনি। মৃত কার্তিক চট্টোপাধ্যায়ের স্ত্রী এবং মেয়েদের সঙ্গে কথা বলেন পচনন্দা। মৃত এসআইয়ের স্ত্রী এবং বড় মেয়েকে সরকারি চাকরি দেওয়া হবে বলে গতকাল জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর নির্দেশ মতো পুলিস ডাইরেক্টরেটে লোয়ার ডিভিশন ক্লার্ক পদে নিয়োগ করা হয়েছে মৃত সাব ইন্সপেক্টরের মেয়েকে। তবে কলকাতা পুলিসের ডিসি সাউথ ডি পি সিংকে কেন ছুটিতে পাঠানো হল সেবিষয়ে কোনও মন্তব্য করেননি তিনি। ইতিমধ্যেই আইপিএস মহলে বিষয়টি নিয়ে যথেষ্ট ক্ষোভ তৈরি হয়েছে।