পিয়ালি মিত্র:  শারীরিক অসুস্থতা দেখিয়ে জামিনের আবেদন জ্যোতিপ্রিয়র। ডায়াবেটিস, কিডনির অসুখে ভুগছেন জ্যোতিপ্রিয়। পর্যাপ্ত চিকিত্‍সা হচ্ছে না, দাবি জ্যোতিপ্রিয়র আইনজীবীর। তদন্ত চলছে, জেলে পর্যাপ্ত চিকিত্‍সা সম্ভব। কোনও বিরাট অসুখ হয়নি জ্যোতিপ্রিয়র, পাল্টা ইডি। এদিন আদালতে তাঁর আইনজীবী অন্তত একমাসের জন্য জামিনের আবেদন জানান। যদিও তাতে বিরোধিতা করেছেন ইডির আইনজীবী। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন, Sandeshkhali Incident | Mumpi Das: 'মমতাকে ছাড়ব না, উনি মানুষ নন', জেল থেকে ছাড়া পেয়ে বিস্ফোরক সন্দেশখালির মাম্পি


রেশন দুর্নীতি মামলায় গ্রেফতার করা হয়েছিল তাকে। কিন্তু জামিন পাওয়ার জন্য তিনি বার বার চেষ্টা চালিয়ে যাচ্ছেন বলে খবর। শনিবারও ইডির বিশেষ আদালতে জ্য়োতিপ্রিয় মল্লিকের আইনজীবী আবেদন করেন বাইরে তাঁর চিকিৎসা করাতে হবে। কমপক্ষে ১ মাস বা ৪৫ দিনের জন্য অন্তরবর্তীকালীন জামিনের আবেদন করতে চাই। ব্যাঙ্কশাল আদালতে আবেদন করে বলা হয়েছে, ওজন কমেছে জ্যোতিপ্রিয়র, কিডনির অবস্থাও ভাল নয়। এছাড়াও একাধিক রোগে ভুগছেন জ্যোতিপ্রিয়। 


জ্যোতিপ্রিয় মল্লিকের আইনজীবী জানান, 'জ্যোতিপ্রিয়র শারীরিক অবস্থার এতটাই অবনতি হয়েছে যে জেলে থেকে সেই পর্যাপ্ত চিকিৎসা করা সম্ভব নয়। উনি মূলত টাইপ ২ ডায়াবেটিস, ইনসোমনিয়া, কিডনির অসুখ ইত্যাদি নানা অসুখে ভুগছেন। এই দু-মাসে ওনার কোনও পর্যাপ্ত চিকিৎসা হয়নি। শরীরের ওজন কমেছে অনেক।স্টেজ ৩ এখন কিডনির কন্ডিশন ওনার, এরপরের স্টেজ ডায়ালিসিস।' 


যদিও ইডি আইনজীবীর দাবি, 'আমাদের তদন্ত এখনও চলছে। ধৃতের চিকিৎসার জন্য পর্যাপ্ত ব্যবস্থা জেলে থেকে করা সম্ভব। ওনাকে জেল হাসপাতালে পিরিয়ডিক চেকআপ করলেই যথেষ্ট। উনি এই দুর্নীতির মূল অভিযুক্ত। ওনার এমন কোনও বিরাট মাপের অসুখ করেনি যার প্রেক্ষিতে জামিন পাওয়ার যোগ্য। অন্তরবর্তী জামিনের তীব্র বিরোধীতা করছি।' আগামী সপ্তাহে রায় ঘোষণা করবে আদালত।



আরও পড়ুন, Kolkata Metro: নাগরিক চাকার ইতিহাস! কালীপুজোয় শুরু করে গঙ্গার নীচ দিয়ে ছুটে চলেছে মেট্রো...


(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)