২০১৫ সালে শহরের যে মানুষগুলো চলে গেলেন পৃথিবী ছেড়ে

২০১৫ সালে কলকাতার জন্য ছিল বেশ কিছু খারাপ খবর। পৃথিবী ছেড়ে চলে গিয়েছেন এমন কিছু মানুষ, যাঁদের অভাব থেকেই যাবে চিরকাল। এঁদের কেউ বা রাজনৈতিক ব্যক্তিত্ব। আবার কেউ বা রুপোলি পর্দায় সাড়া জাগানো অভিনেতা। আমরা এই প্রতিবেদনে আলোচনা করে নেব, তেমনই ছেড়ে চলে যাওয়া ৫ জনকে নিয়ে।

Updated By: Dec 18, 2015, 02:45 PM IST
২০১৫ সালে শহরের যে মানুষগুলো চলে গেলেন পৃথিবী ছেড়ে

ওয়েব ডেস্ক: ২০১৫ সালে কলকাতার জন্য ছিল বেশ কিছু খারাপ খবর। পৃথিবী ছেড়ে চলে গিয়েছেন এমন কিছু মানুষ, যাঁদের অভাব থেকেই যাবে চিরকাল। এঁদের কেউ বা রাজনৈতিক ব্যক্তিত্ব। আবার কেউ বা রুপোলি পর্দায় সাড়া জাগানো অভিনেতা। আমরা এই প্রতিবেদনে আলোচনা করে নেব, তেমনই ছেড়ে চলে যাওয়া ৫ জনকে নিয়ে।

১) হাসিম আবদুল হালিম প্রয়াত - বিধানসভার প্রাক্তন অধ্যক্ষ শুধু নন, দীর্ঘ দিন ছিলেন এই পদে। বাম রাজনীতিবিদ। কিন্তু মিষ্টিভাষী মানুষকে ভালোবাসতেন, শ্রদ্ধা করতেন সব রাজনৈতিক দলের মানুষ। বিস্তারিত পড়ুন।
 

 

২) পীযূষ গাঙ্গুলি প্রয়াত - গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে হঠাত্‍ই পৃথিবী ছেড়ে চলে গেলেন পীযূষ গাঙ্গুলি। সাঁতরাগাছি ফ্লাইওভারে মৃত্যু হয় এই অভিনেতার। তাঁর অকাল প্রয়াণে শোকের ছায়া নেমে আসে গোটা রাজ্যেই। বিস্তারিত পড়ুন
 

 

৩) বাপ্পাদিত্য বন্দ্যোপাধ্যায় প্রয়াত - চেরাপুঞ্জিতে নিজের ফিল্মের শুটিং করছিলেন। কাঁটাতার, কাগজের বউ, নায়িকা সংবাদ-এর মতো ছবি পরিচালনা করেছিলেন। কিন্তু অকালে চলে গেলেন তিনি। শোকে স্তব্ধ বিনোদনের জগত্‍। বিস্তারিত পড়ুন
 

৪) রনি চক্রবর্তীর মৃত্যু - রহস্যমৃত্যু উঠতি প্রতিভাবান অভিনেতা রনি চক্রবর্তীর। সার্ভে পার্ক থানা এলাকার রাসমণি বাগানের পুকুর থেকে তাঁর দেহ উদ্ধার করা হয়। বিস্তারিত পড়ুন
 

৫) অভিনেত্রী দিশা গাঙ্গুলী প্রয়াত - সিরিয়ালে অভিনয় করে জনপ্রিয় হয়ে উঠছিলেন। তুমি আসবে বলে সিরিয়ালে তাঁর অভিনয় নজর কেড়েছিল। কিন্তু সম্পর্কের টানাপোড়েন আত্মহত্যার পথ বেছে নেন দিশা। বিস্তারিত পড়ুন
 

 

.