বিদায়বেলায় ফিরছে শীত
ফের বাড়ল শহরের সর্বনিম্ন তাপমাত্রা। আজ সর্বনিম্ন তাপমাত্রা বেড়ে হয়েছে ২০.৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৫ ডিগ্রি বেশি। তবে আগামি চব্বিশ ঘণ্টায় দক্ষিণবঙ্গে ফের শীতের পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
ফের বাড়ল শহরের সর্বনিম্ন তাপমাত্রা। আজ সর্বনিম্ন তাপমাত্রা বেড়ে হয়েছে ২০.৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৫ ডিগ্রি বেশি। তবে আগামি চব্বিশ ঘণ্টায় দক্ষিণবঙ্গে ফের শীতের পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
চড়া রোদে গ্রীষ্ম যেন উঁকি দিচ্ছে। সকালের দিকে শীতের পোশাক দরকার হলেও দুপুরের চড়া রোদে চালাতে হচ্ছে ফ্যান। এবারের মত শীত শেষ মনে হলেও, আরও একবার শাতের ছোঁয়া পাবে দক্ষিণবঙ্গ। আবহাওয়া দফতরের পূর্বাভাস পশ্চিমী ঝঞ্ঝা সরলেই ফিরবে শীত। পশ্চিমী ঝঞ্ঝার কারণে গতকালই উত্তরবঙ্গে শুরু হয়েছে বৃষ্টি। আগামী চব্বিশ ঘণ্টায় উত্তরবঙ্গে আরও বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।