একাধিক উন্নত ফিচার যোগ হয়েছে বন্ধু অ্যাপে, ঘোষণা নগরপাল অনুজ শর্মার

এবার বন্ধু অ্যাপকে আরও উন্নত করা হয়েছে। যুক্ত হয়েছে একগুচ্ছ নয়া সুরক্ষা ফিচার। ঠিক কীভাবে ব্যবহার করতে হবে অ্যাপটি?

Reported By: সুকান্ত মুখোপাধ্যায় | Updated By: Dec 21, 2019, 11:56 AM IST
একাধিক উন্নত ফিচার যোগ হয়েছে বন্ধু অ্যাপে, ঘোষণা নগরপাল অনুজ শর্মার

নিজস্ব প্রতিবেদন: ফের নতুন করে প্রকাশিত হল কলকাতা পুলিসের বন্ধু অ্যাপ। যদিও আগেও ছিল এই অ্যাপটি । তবে এবার তাকে আরও উন্নত করা হয়েছে। যুক্ত হয়েছে একগুচ্ছ নয়া সুরক্ষা ফিচার। ঠিক কীভাবে ব্যবহার করতে হবে অ্যাপটি?

 উন্নততর বন্ধু অ্যাপে প্যানিক বটন প্রেস করলে, সরাসরি ১০০ ডায়ালে ফোন চলে যাবে। যিনি ফোন করবেন, তাঁর সেইমুহূর্তের অবস্থানও জানতে পারবে কন্ট্রোল রুম। এর ফলে সেই ব্যক্তির কাছে তাড়াতাড়ি পৌছে যাবে পুলিস। 

আরও পড়ুন: বিঘ্নিত পরিষেবা, কলকাতা বিমানবন্দর থেকে বাতিল একাধিক বিমান

কলকাতা পুলিসের তরফে জানানো হয়েছে প্রবীণ নাগরিকদের কথা মাথায় রেখেই এই ফিচার রাখা হয়েছে। এমনকি মোবাইল ফোন হারিয়ে গেলেও এই অ্যাপের সাহায্যে ফোন খুঁজে পাওয়া সম্ভব হবে বলেই খবর। শুক্রবার পার্ক স্ট্রিটের অ্যালেন পার্কে বড়দিনের উত্‍সবের উদ্বোধনে এসে বন্ধু অ্যাপের সূচনার কথা ঘোষণা করেন কলকাতার নগরপাল অনুজ শর্মা।

.