মার্কিন মুলুকের সবচেয়ে বড় শপিং মল নিয়ে অবাক করা পাঁচ কথা

Updated By: Dec 15, 2015, 02:45 PM IST
মার্কিন মুলুকের সবচেয়ে বড় শপিং মল নিয়ে অবাক করা পাঁচ কথা

১) মার্কিন মুলুকের সবচেয়ে বড় শপিং মলের নাম 'দ্য মল অফ আমেরিকা'। এই শপিং মলের মোট আয়তন ৪৮ লক্ষ ৮৭ হাজার স্কোয়ার ফুট। মলের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যেতে .৫৭ মাইল পথ অতিক্রম করতে হয়।

২) এই শপিং মলে মোট ৫২০টিরও বেশি শো রুম বা স্টোর আছে। অনায়াসে ৭টি বড় বাস্কেটবল স্টেডিয়াম এই মলের ভিতর এঁটে যাবে। ৩২ টা বোয়িং ৭৪৭ বিমান এই মলের ভিতর আছে।

৩) সেন্ট পল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মেট্রো/লাইট রেল সরাসরি ঢুকে পড়ে এই বিমানবন্দরের ভিতর।

৪) এই মল থেকে বার্ষিক ২০০ কোটি টাকার রাজস্ব আদায় হয়।

৫) এই শপিং মলের প্রতিটি স্টোরে অন্তত দশ মিনিট করে সময় কাটালে পুরো মল ঘুরতে মোট ৮৬ ঘণ্টা সময় লাগে।

৬) এই মলে প্রায় ১১ হাজার লোক কাজ করে। ১২ লক্ষ গ্যালোন অ্যাকোরিয়াম আছে।

৭) 'দ্য মল অফ আমেরিকা'য় বিয়ে করার জন্য চ্যাপেল অফ লাভ বা বিশেষ জায়গার ব্যবস্থা আছে। বছরের সাত হাজারেরও বেশি বিয়ে হয় এই মলে।

৮) এই শপিং মলে কোনও হিটিং সিস্টেম বা এসি নেই।

৯) ১৯৯২ সালে এই মল তৈরি করতে ৬৫ লক্ষ মিলিয়ন ডলার বা ভারতীয় মুদ্রায় প্রায় ৪০ কোটি খরচ হয়। এই মলটি আয়তনে আরো বাড়ানো হচ্ছে। খরচ হচ্ছে আরও প্রায় ৩৩ লক্ষ মিলিয়ন ডলার।

১০) এই মলের দশজন ক্রেতার মধ্যে চার জনই পর্যটক।

Tags:
.