এই ১০০টা বছরে কত পরিবর্তন ঘটেছে? প্রশ্নটা জবাব দিতে শুরু করলে শেষ হওয়ার নয়। জগতের নিয়ম যেখানে পরিবর্তন, সেই নিয়মে বদলে যায় সবকিছু। কিন্তু এমনও অনেক পরিবর্তন হয় যেটা খালি চোখে সেভাবে ধরা যায় না। এই যেমন সৌন্দর্য্য। আজকের সৌন্দর্যের সঙ্গে গতকালে সৌন্দর্যের ফারাক করা যায় কি? আচ্ছা তাহলে সময়টা খানিক বাড়িয়ে দিলাম, আর বিষয়টা একটু নির্দিষ্ট করে দিলাম।

 

এবার বলুন তো একশো বছর ধরে যদি বলিউডের নায়িকাদের সৌন্দর্য্যটা বিষয় ধরে পরিবর্তন নিয়ে আলোচনা করা হয় তাহলে উত্তর কি হবে?মানে সেদিনের মধুবালা আর আজকের দীপিকা পাড়ুকোনের সৌন্দর্য্যের সংজ্ঞাটা কতটা বদলেছে। উত্তরটা একেবারে হাতে কলমে বলা ভাল ছবিতে ভিডিওতে দিলেন মডেল তথা নর্তকী তৃষা মিগলানি। হেয়ারস্টাইল, ঘোমটা, টিপ, মেহেন্দি থেকে শুরু করে খুঁটিনাটি বিভিন্ন বিষয়ের পরিবর্তনকে তুলে ধরে বলিউড নায়িকাদের ১০০ বছরের সৌন্দর্য্যকে তুলে ধরেছেন। মাত্র ৯০ সেকেন্ডের ভিডিও শর্মিলা ঠাকুর থেকে ক্যাটরিনা কাইফ জমানার সৌন্দর্য্যকে তুলে ধরা হয়েছে। সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও রীতিমত সাড়া ফেলে দিয়েছে। 

 

English Title: 
100 years of beauty in India in 90 seconds
News Source: 
Home Title: 

ভারতীয় মহিলাদের ১০০ বছরের সৌন্দর্যের পরিবর্তন মাত্র ৯০ সেকেন্ড

ভারতীয় মহিলাদের ১০০ বছরের সৌন্দর্যের পরিবর্তন মাত্র ৯০ সেকেন্ড
Yes
Is Blog?: 
No