সম্পর্ক ভাঙার জন্য এই চারটি বিষয়ওই যথেষ্ট

Updated By: Dec 23, 2016, 03:53 PM IST
সম্পর্ক ভাঙার জন্য এই চারটি বিষয়ওই যথেষ্ট

বন্ধুত্ব কিংবা প্রেম, যেকোনও সম্পর্কের ক্ষেত্রেই এই চারটি বিষয় সম্পর্ক ভাঙার জন্য যথেষ্ট। 

 

প্রথম- সমালোচনা: কোনও বিষয় নিয়ে অভিযোগ জানানো আর তা নিয়ে সমালোচনা করা কিন্তু কখনই এক নয়। কোনও ঘটনা পরিপ্রেক্ষিতে সঙ্গী কিংবা বন্ধুকে অভিযোগ জানাতেই পারেন তবে খেয়াল রাখবেন তা যেন কখনই সমালোচনা না হয়। সমালোচনা সব সময় কোনও ব্যক্তির আচরণ, ব্যবহার নিয়ে হলে তা ব্যক্তিত্বকে আঘাত করে। এতে সম্পর্ক ভাঙার প্রবণতা বাড়ে।     

দ্বিতীয়- অপমান: যেকোনও সম্পর্কেই একে অপরকে কখনই এমন কিছু বলা বা করা উচিত নয় যা অপমানজনক। এতে একে অপরের প্রতি বিতৃষ্ণার জন্ম হয়। যা সম্পর্কের ক্ষেত্রে হানিকারক।  

তৃতীয়- পক্ষসমর্থন: কখনই কোনও সমস্যায় পক্ষপাত দুষ্ট হওয়া সুসম্পর্কের জন্য কাম্য নয়। আপনি কোনও সমস্যার জন্য দায়ী নন আর আপনার সঙ্গী সব কিছু জন্য দায়ী এমনটা হলে সম্পর্ক বেশি দিন টিকবে না।  

চতুর্থ- অতি সতর্কতা: যেকোনও ক্ষেত্রেই অতি সতর্কতা কিন্তু সন্দেহের কারণ হয়ে দাঁড়াতে পারে। কথায় আছে অতি ভক্তি চোরের লক্ষণ, একথাটাকে একেবারেই ফেলে দেওয়া চলবে না। 

.