দুনিয়ার সবচেয়ে ব্যায়বহুল পাঁচ যৌনমহল
যৌনপল্লি বা ইংরেজিতে Brothel শব্দটা শুনলেই অনেকের চোখের সামনে ভেসে ওঠে উন্মুক্ত শরীর ও ঘিঞ্জি-স্যাঁতস্যাঁতে একটা বাড়ি। আর সেই সব বাড়িতে অজস্র কুঠুরির মতো ঘর, যেখানে সবসময়ই চলছে যৌনতার বিকিকিনি। যদি সত্যিই এমন ধারনা থেকে থাকে আপনার মনে তাহলে পৃথিবীর সেরা ব্রথেলগুলো দেখলে আপনার ধারমা বদলাতে বাধ্য।
![দুনিয়ার সবচেয়ে ব্যায়বহুল পাঁচ যৌনমহল দুনিয়ার সবচেয়ে ব্যায়বহুল পাঁচ যৌনমহল](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2016/08/27/64318-brthlcvr.jpg)
ওয়েব ডেস্ক: যৌনপল্লি বা ইংরেজিতে Brothel শব্দটা শুনলেই অনেকের চোখের সামনে ভেসে ওঠে উন্মুক্ত শরীর ও ঘিঞ্জি-স্যাঁতস্যাঁতে একটা বাড়ি। আর সেই সব বাড়িতে অজস্র কুঠুরির মতো ঘর, যেখানে সবসময়ই চলছে যৌনতার বিকিকিনি। যদি সত্যিই এমন ধারনা থেকে থাকে আপনার মনে তাহলে পৃথিবীর সেরা ব্রথেলগুলো দেখলে আপনার ধারমা বদলাতে বাধ্য।
ঘিঞ্জি বা স্যাঁতস্যাঁতে তো একেবারেই নয়, বরং রাজমহল বললেও হয়ত কমই বলা হবে এই সব বাণিজ্যিক যৌনতার মন্দিরকে। এবার এক ঝলকে দেখে নেওয়া যাক দুনিয়ার সেরা পাঁচ যৌনমহল-
১) পিঙ্ক প্যালেস- মেলবোর্ন, অস্ট্রেলিয়া।
২) প্যারাডাইস- জার্মানি।
৩) স্টিলেট্টো- সিডনি, অস্ট্রেলিয়া।
আরও পড়ুন- বিবাহিত জীবনে পর্ন দেখার ভয়ানক দিক
৪) ক্যাফে মিলেনিয়াম- সান পাওলো, ব্রাজিল।
৫) ইউটোপিয়া- ব্যাঙ্কক, থাইল্যান্ড।