বিশ্বের সেরা ৫ রোম্যান্টিক বাড়ি

Updated By: Feb 3, 2016, 04:26 PM IST
 বিশ্বের সেরা ৫ রোম্যান্টিক বাড়ি

ওয়েব ডেস্কঃ একটা বাড়ির স্বপ্ন কার না থাকে? আপনারও আছে নিশ্চয়ই। চান, আপনার বাড়ি হবে ছোট কিন্তু খুব সুন্দর। যেখানে থাকবেন আপনি আর আপনার খুব কাছের প্রিয়জন। বাঁধবেন নতুন এক সংসার। সে না হয় হল, তার আগে দেখে নিন বিশ্বের সেরা ৫ টি রোম্যান্টিক বাড়ি। যেগুলো দেখলেই আপনার মনে হবে, এই বাড়ি আপনার চাই-ই চাই।

১) এই বাড়িটি নর্দার্ন আয়ারল্যান্ডে। বাড়িটির নাম বাবল ডাম। কেমন লাগবে বলুন তো রাতে আপনার সঙ্গীর সঙ্গে এই বাড়িতে থাকতে?

২) এই বাড়িট হল শিপ ওয়াগন। এই বাড়িটি রয়েছে শিরলে বেসিনে। এমন বাড়িতে চেপে দুনিয়া ঘুরে বেরানোর মজাই আলাদা। কী বলেন? বাড়ি আর গাড়ি একই কাঠামোতে।

৩) এটা তো দেখেই বুঝতে পারছেন জুতোর বাড়ি! এটার নামও তাই। বুট শেপড হাউস। এই বাড়িটা রয়েছে নিউজিল্যান্ডের তাসমানে। এমন ঢাউশ জুতোর মধ্যে থাকতে মন্দ লাগবে না, কী বলেন?

৪) জুতোর বাড়ি দেখে ফেলেছেন। তাহলে এটা কেন দেখবেন না? এটার নাম ডগ সেপড বেড অ্যান্ড ব্রেকফাস্ট। এই বাড়িটি রয়েছে ইদাহোতে।

৫) সব শেষে এই বাড়িটা। এটার নাম সি শেল হাউস। এই বাড়িটি রয়েছে মেক্সিকোতে। কী সুন্দ না?

.