সমকামী সম্পর্কের গ্রহণযোগ্যতা নিয়ে একটি ভিডিও

সমকামী আন্দলনে আমাদের বর্তমান এই সময় মুখর। আদালতের বিভিন্ন পর্যবেক্ষণ, রায়, মোমবাতি মিছিল এই সবই বর্তমান সময়ের অঙ্গ। কিন্তু দিল্লির এক যুবতীর সম্প্রতি তোলা একটি ভিডিও আবারও দেখিয়ে দেয় আমাদের 'সনাতন ভারতীয় মানসিকতা' এখনও ঠিক কোন চোখে দেখে এই বিষয়টিকে।

Updated By: Jul 26, 2016, 04:25 PM IST
সমকামী সম্পর্কের গ্রহণযোগ্যতা নিয়ে একটি ভিডিও
ছবিটি প্রতীকী

ওয়েব ডেস্ক: সমকামী আন্দলনে আমাদের বর্তমান এই সময় মুখর। আদালতের বিভিন্ন পর্যবেক্ষণ, রায়, মোমবাতি মিছিল এই সবই বর্তমান সময়ের অঙ্গ। কিন্তু দিল্লির এক যুবতীর সম্প্রতি তোলা একটি ভিডিও আবারও দেখিয়ে দেয় আমাদের 'সনাতন ভারতীয় মানসিকতা' এখনও ঠিক কোন চোখে দেখে এই বিষয়টিকে।

আরও পড়ুন- কেমন ভাবে অন-লাইনে ইনকাম ট্যাক্স জমা দেবেন

ভিডিওটিতে প্রথমেই দেখা যায়, এক যুবতী ক্যামেরার সামনে দাঁড়িয়ে বলছে যে সে তার মাকে রাগাবে এই বলে যে সে এক জন লেসবিয়ান এবং আরেকটি মেয়েকেই সে বিয়ে করতে চায়। যথারীতি, খানিক পরেই তাঁর মা ও তার কথোপকথন শুরু হয়। যা শুনলে আপনি অবাক হবেন এবং হাসিও পাবে। তাহলে দেখে নিন এই ভিডিওটা-

 

.