বদলে ফেলুন আপনার জীবনের পাসওয়ার্ড, হ্যাক হয়ে গেল প্রায় ৫০ লক্ষ জি-মেল পাসওয়ার্ড

আপনার পাসওয়ার্ড পুরনো হয়েছে কি? নিজের মনে রাখার সুবিধার জন্য খুব সহজ পাসওয়ার্ড দিয়ে ফেলেছেন কি? তাহলে এখুনি তা বদলে ফেলুন। নতুন একটি রিপোর্ট বলছে প্রায় ৫০ লক্ষ জিমেল অ্যাকাউন্টের ইউজারনেম ও পাসওয়ার্ড হ্যাক করে তা অনলাইন পোস্ট করেছে সাইবার অপরাধীরা।

Updated By: Sep 11, 2014, 03:53 PM IST
বদলে ফেলুন আপনার জীবনের পাসওয়ার্ড, হ্যাক হয়ে গেল প্রায় ৫০ লক্ষ জি-মেল পাসওয়ার্ড

ওয়েব ডেস্ক: আপনার পাসওয়ার্ড পুরনো হয়েছে কি? নিজের মনে রাখার সুবিধার জন্য খুব সহজ পাসওয়ার্ড দিয়ে ফেলেছেন কি? তাহলে এখুনি তা বদলে ফেলুন। নতুন একটি রিপোর্ট বলছে প্রায় ৫০ লক্ষ জিমেল অ্যাকাউন্টের ইউজারনেম ও পাসওয়ার্ড হ্যাক করে তা অনলাইন পোস্ট করেছে সাইবার অপরাধীরা।

মঙ্গলবার রাশিয়ান বিটকয়েন সিকিউরিটি ফোরামে ইংরেজি, স্প্যানিশ ও রাশিয়ান ভাষী ইউজারদের পাসওয়ার্ড হ্যাক করে পোস্ট করেছে হ্যাকাররা। ঘটনার কিছুক্ষণ পরই ওই ফোরামের ইউজাররা পরে দাবি করেন এই পাসওয়ার্ডগুলির ৬০ শতাংশ ঠিক ও সক্রিয়। যদিও, সংবাদমাধ্যমকে গুগল জানিয়েছে তাদের কাছে এরকম কোনও প্রমাণ নেই। প্রায় ৪.৬ মিলিয়ন Mail.ru অ্যাকাউন্ট ও ১.২৫ মিলিয়নের ওপর ইয়ানডেক্স ইমেল আইডি লিক হওয়ার পর এই ঘটনা সামনে আসে।

 

 

.