ভোগ ওয়েডিং শোয়ের ব্যান্ড অ্যম্বাসাডর হলেন অদিতি রাও হায়দরি
বলিউড অভিনেত্রী অদিতি রাও হায়দরি এবার ভোগ ওয়েডিং শোয়ের পঞ্চম পর্বের ব্যান্ড অ্যম্বাসাডর হলেন। আগামী ৪ আগস্ট থেকে তাজ হোটেল প্যালেসে অনুষ্ঠিত হবে পঞ্চম ভোগ ওয়েডিং শো। এই সম্মান পেয়ে খুব খুশি ভূমি অভিনেত্রী অদিতি রাও হায়দরি। তিনি বলেছেন, `সত্যিই এই সম্মান একেবারেই অতুলনীয়। ভাষায় প্রকাশ করা অসম্ভব। শুটিংয়ের সময় খুবই আবেগপ্রবণ হয়ে গিয়েছিলাম।জীবনে বিয়ের থেকে সেরা উত্সবের দিন আর কী আছে! সেইদিনের উপর শ্যুট করতে, কী ভাল যে লেগেছে।`
ওয়েব ডেস্ক: বলিউড অভিনেত্রী অদিতি রাও হায়দরি এবার ভোগ ওয়েডিং শোয়ের পঞ্চম পর্বের ব্যান্ড অ্যম্বাসাডর হলেন। আগামী ৪ আগস্ট থেকে তাজ হোটেল প্যালেসে অনুষ্ঠিত হবে পঞ্চম ভোগ ওয়েডিং শো। এই সম্মান পেয়ে খুব খুশি ভূমি অভিনেত্রী অদিতি রাও হায়দরি। তিনি বলেছেন, 'সত্যিই এই সম্মান একেবারেই অতুলনীয়। ভাষায় প্রকাশ করা অসম্ভব। শুটিংয়ের সময় খুবই আবেগপ্রবণ হয়ে গিয়েছিলাম।জীবনে বিয়ের থেকে সেরা উত্সবের দিন আর কী আছে! সেইদিনের উপর শ্যুট করতে, কী ভাল যে লেগেছে।'
আরও পড়ুন আপনি হয়তো বিদেশে ঘুরতে পছন্দ করেন কিন্তু কুণাল কাপুরের মত অন্যরকম
ভোগ ইন্ডিয়ার এডিটর প্রিয়া তান্না বলেছেন, 'দেশের সেরা ওয়েডিং ডিজাইনাররা একত্রিত হচ্ছেন তাঁদের কালেকশন নিয়ে। শুধু তো আর ডিজাইনার পোশাকই নয়, থাকছে মেক আপ, জুয়েলারি ব্যান্ড, নিউট্রিশন, ওয়েলনেস প্রোডাক্টও। দেখতে দেখতে এবার আমাদের পঞ্চম বছর। তাই সবকিছুই হচ্ছে আরও বড় করে। আরও জাঁকজমক করে।'