শ্বাস কষ্টে ভোগা মেয়ের যোগাসনে বিশ্ব রেকর্ড

১৩ বছরের মেয়ের মিনিটে ১৫ বার নিরালম্ব পূর্ণ চক্রাসন করে বিশ্ব রেকর্ড! মহীশূরের ১৩ বছর বয়সী খুশি এর আগেই ২০১৬ সালে ভিয়েতনামে আন্তর্জাতিক যোগাসনের মঞ্চে নিজের যোগ পারদর্শীতা দেখিয়ে জিতে নিয়েছে দুটি করে সোনা ও রুপোর পদক। আর এবার নাম উঠল গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে। ছোট থেকেই শ্বাসকষ্টে ভুগত খুশি, সেই সমস্যার হাত থেকে বাঁচতেই মাত্র তিন বছর আগে নেহাতই আরোগ্য লাভের আশায় শুরু করে যোগাভ্যাস। কিন্তু তারপরেই যোগাসনকে আঁকড়ে ধরে সে, হয়ে ওঠে জীবনের ধ্যান জ্ঞান। আর সেখান থেকেই নিরলস অভ্যাস এবং মাত্র তিন বছরেই আন্তর্জাতিক স্বীকৃতি। ছোট্ট মেয়ের বড় সাফল্যে তাই আনন্দে আত্মহারা পরিবার পরিজন থেকে প্রশিক্ষক মহল। সকলেই বলছেন, ধন্যি মেয়ের অধ্যাবসায়! (আও পড়ুন- গাঁটে ব্যথার উপশমে খান দুধ )

Updated By: Jun 15, 2017, 09:50 PM IST
শ্বাস কষ্টে ভোগা মেয়ের যোগাসনে বিশ্ব রেকর্ড

ওয়েব ডেস্ক: ১৩ বছরের মেয়ের মিনিটে ১৫ বার নিরালম্ব পূর্ণ চক্রাসন করে বিশ্ব রেকর্ড! মহীশূরের ১৩ বছর বয়সী খুশি এর আগেই ২০১৬ সালে ভিয়েতনামে আন্তর্জাতিক যোগাসনের মঞ্চে নিজের যোগ পারদর্শীতা দেখিয়ে জিতে নিয়েছে দুটি করে সোনা ও রুপোর পদক। আর এবার নাম উঠল গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে। ছোট থেকেই শ্বাসকষ্টে ভুগত খুশি, সেই সমস্যার হাত থেকে বাঁচতেই মাত্র তিন বছর আগে নেহাতই আরোগ্য লাভের আশায় শুরু করে যোগাভ্যাস। কিন্তু তারপরেই যোগাসনকে আঁকড়ে ধরে সে, হয়ে ওঠে জীবনের ধ্যান জ্ঞান। আর সেখান থেকেই নিরলস অভ্যাস এবং মাত্র তিন বছরেই আন্তর্জাতিক স্বীকৃতি। ছোট্ট মেয়ের বড় সাফল্যে তাই আনন্দে আত্মহারা পরিবার পরিজন থেকে প্রশিক্ষক মহল। সকলেই বলছেন, ধন্যি মেয়ের অধ্যাবসায়! (আও পড়ুন- গাঁটে ব্যথার উপশমে খান দুধ )

.