চোখকে কথা বলাতে, আলিয়া যা করেন আপনিও করবেন নাকি?
![চোখকে কথা বলাতে, আলিয়া যা করেন আপনিও করবেন নাকি? চোখকে কথা বলাতে, আলিয়া যা করেন আপনিও করবেন নাকি?](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2015/12/04/46054-selena-aliya.jpg)
ওয়েব ডেস্ক: চোখে মেকআপ তো সকলেই করেন। কিন্তু একই ধরনের মেকআপ সকলের চোখে কখনওই ভালো লাগে না। কারণ এক এক জনের চোখ এক এক ধরনের হয়ে থাকে। কারোর চোখের অপরের দিক কিছুটা নিচে নামানো থাকে। যাকে বলা হয় 'হুডি আই'।
সেলিনা গমেজ, টেলর সুইফট এবং বলিউড অভিনেত্রী আলিয়া ভাটের চোখ হল 'হুডি আই'। হুডি আই মানে অনেকেই জানেন। আবার অনেকেই জানেন না। একটু জানিয়ে রাখা ভালো, যাদের চোখের ভ্রুয়ের হাড়ের সঙ্গে চোখের পাতার মাঝের দূরত্ব অনেক কম থাকে তাদের চোখকে 'হুডি আই' বলা হয়ে থাকে। এই চোখের অধিকারীদের চোখ কিছুটা ক্লান্ত দেখায়। কিন্তু ঠিক ঠাক ভাবে মেকআপ করলে চোখ দেখায় দুর্দান্ত। কেউ জন্ম থেকেই এই চোখের অধিকারী হন আবার কারোর বয়সকালে চোখের চামড়া নিচের দিকে নেমে গিয়েও 'হুডি আই' তৈরি হয়ে যায়। কিন্তু ঠিক ঠাক ভাবে মেকআপ করতে পারলেই এই চোখকেও দেখতে লাগে অসাধারণ।
তবে আর দেরী কেন এই উৎসবের মরশুমে আলিয়া ভাটের মত আই মেকআপ করতে হলে, দেখে নিন নিচের ভিডিওটি। এই আই মেকআপ করতে শুধু লাগবে কাজল পেনসিল, খয়েরি আইশ্যাডো এবং মাসকারা।