গ্রহ দোষ কাটাতে কোন রত্ন কোন আঙ্গুলে ধারণ করবেন, জেনে নিন

কোন রত্ন কোন আঙুলে ধরণ করলে উপযুক্ত ফল মিলবে, এ বিষয়ে জ্যোতিষশাস্ত্রে কিছু নির্দিষ্ট নির্দেশ রয়েছে। আসুন সেগুলি সম্পর্কে জেনে নেওয়া যাক...

Edited By: সুদীপ দে | Updated By: Jan 2, 2020, 08:51 AM IST
গ্রহ দোষ কাটাতে কোন রত্ন কোন আঙ্গুলে ধারণ করবেন, জেনে নিন

আমাদের জীবন নানা সমস্যায় ভরা। যেমন, গ্রহ শুভ ও অশুভ প্রভাব বিস্তার করে, তেমনই অশুভ বাস্তুর প্রভাবেও জীবনে উন্নতি ও বাধার সৃষ্টি হয়। মানব জীবনে বাধা কাটাতে জ্যোতিষীরা রত্ন ধারণের পরামর্শ দিয়ে থাকেন। কিন্তু রত্ন ধারণের ক্ষেত্রে নির্দিষ্ট কিছু সময়কাল এবং নিয়মাবলী অবলম্বন করা জরুরি। তা না হলে রত্ন ধারণে উপযুক্ত ফল মেলে না। যেমন, কোন রত্ন কোন আঙুলে ধরণ করলে উপযুক্ত ফল মিলবে, এ বিষয়ে জ্যোতিষশাস্ত্রে নির্দিষ্ট কিছু নিয়মাবলী বা নির্দেশ রয়েছে। আসুন সেগুলি সম্পর্কে জেনে নেওয়া যাক।

কোন গ্রহের জন্য কোন আঙ্গুলে রত্ন ধারণ করবেন:—

১) রবি: রবির রত্ন অনামিকাতে বা তর্জনীতে ধারণীয়।

১) চন্দ্র: অনামিকা বা কনিষ্ঠাতে ধারণ করবেন।

৩) মঙ্গল: অনামিকা বা তর্জনীতে ধারণ করবেন।

৪) বুধ: কনিষ্ঠা বা মধ্যমাতে ধারণ করবেন।

৫) বৃহস্পতি: তর্জনী বা অনামিকাতে ধারণ করবেন।

৬) শুক্র: কনিষ্ঠ বা মধ্যমাতে ধারণ করবেন।

৭) শনি: মধ্যমাতে ধারণ করবেন।

আরও পড়ুন: গ্রহদোষ কাটাতে জেনে নিন রুদ্রাক্ষের কার্যকারিতা ও ব্যবহার

কোন রত্ন কোন আঙ্গুলে ধারণ করবেন:—

১) নীলা: মধ্যমা আঙ্গুলে ধারণ করবেন।

২) হীরা: কনিষ্ঠা বা অনামিকায় ধারণ করবেন।

৩) চুনি: অনামিকা বা তর্জনীতে।

৪) পাণ্ণা: কনিষ্ঠা বা অনামিকায় ধারণ করবেন।

৫) পোখরাজ: তর্জনী বা অনামিকায়।

৬) মুনস্টোন: অনামিকায় ধারণ করবেন।

৭) প্রবাল: তর্জনী বা অনামিকায়।

৮) মুক্তা: অনামিকা বা কনিষ্ঠায়।

.