কোন পেশায় কত বেশি টাকা?
টাকার জন্য কাজ? না কাজের জন্য টাকা? বড়ই গোলমেলে প্রশ্ন! বড় গোলমেলে এর ব্যাখ্যা। সবারই টার্গেট আরও আরও ভালো কেরিয়ার। আরও আরও বেশি টাকা রোজগার। তাই কেরিয়ার শুরু করার আগে জেনে নেওয়া ভালো, কোন কোন পেশায় বেশি টাকা রোজগারের সম্ভাবনা রয়েছে-
ওয়েব ডেস্ক : টাকার জন্য কাজ? না কাজের জন্য টাকা? বড়ই গোলমেলে প্রশ্ন! বড় গোলমেলে এর ব্যাখ্যা। সবারই টার্গেট আরও আরও ভালো কেরিয়ার। আরও আরও বেশি টাকা রোজগার। তাই কেরিয়ার শুরু করার আগে জেনে নেওয়া ভালো, কোন কোন পেশায় বেশি টাকা রোজগারের সম্ভাবনা রয়েছে-
১) বিজনেস অপারেশনস ম্যানেজার- বার্ষিক বেতন আনুমানিক ১,১৬,০০০ ডলার। কম্পানির টার্গেট পূরণে সাহায্য করাই এদের কাজ।
২) ফিনান্সিয়াল ম্যানেজার- বার্ষিক বেতন আনুমানিক ১,২৬,০০০ ডলার। সংস্থার পুঁজি বৃদ্ধি করাই এদের লক্ষ্য।
৩) আইনজীবী- বার্ষিক বেতন আনুমানিক ১,২০,০০০ ডলার।
৪) IT ম্যানেজার- বার্ষিক বেতন আনুমানিক ১,২২,০০০ ডলার। কম্পানিকে তথ্যপ্রযুক্তিগত সহায়তা প্রদান করা এদের কাজ।
৫) মার্কেটিং ম্যানেজার- বার্ষিক বেতন আনুমানিক ১,২৩,০০০ ডলার। কাজ কম্পানির ব্র্যান্ড ভ্যালুকে বাডা়নো। এবাং জনসমক্ষে তুলে ধরা।
৬) ফার্মাসিস্ট- বার্ষিক বেতন আনুমানিক ১,৩১,০০০ ডলার। ওষুধ নিয়ে গবেষণা ও নিত্যনতুন ওষুধ তৈরিই এদের পেশা।
৭) চিফ এগজিকিউটিভ অফিসার- বার্ষিক বেতন আনুমানিক ১,৬০,০০০ ডলার। কম্পানির নীতি নির্ধারণের গুরুদায়িত্ব তাঁর। কম্পানিকে সাফল্যের দিশা দেখানো তাঁর কাজ।
৮) চিকিত্সক- বার্ষিক বেতন আনুমানিক ২,০০,০০০ ডলার। মানুষের জীবন-মরণ এদের হাতে। দীর্ঘ পড়াশোনার পর একজন নিজেকে ডাক্তার হিসেবে সুপ্রতিষ্ঠিত করতে পারেন।