বেকারিগুলিতে ব্যস্ততা তুঙ্গে
কেক এবং ক্রিসমাস, দুয়ের সম্পর্ক নিয়ে কোনও প্রশ্ন ওঠার কথা নয়। বড়দিনে এই একটা জিনিস বাদ গেলে, যেন মনে হয় দিনটাই জলে গেল। অতএব, কেক মাস্ট। আলাদা আলাদা ফ্লেভার। দেখনদারিতেও হাজারো রকমফের। যার যেমন পছন্দ, শুধু তা বেছে নেওয়ার অপেক্ষা। দেখলেই জিভে জল। বড়দিনে, লা-জবাব কেক। মনে হতে বাধ্য, একে ছাড়ি, না ওকে ছাড়ি!বছরের এই শেষ সময়ে বেকারিগুলিতে ব্যস্ততা তুঙ্গে। কারিগরদের চোখে ঘুম নেই। কেক বানানো, এ কি বাঁয়ে হাত কা খেল? এতই সোজা? এত এত উপকরণ, নানা প্রক্রিয়া, এসবের মধ্যে দিয়ে গিয়ে তবে বেরোয় এমন ফাইনাল প্রোডাক্ট। তার ওপর কারিগরদের হাতের জাদু। সব মিলিয়ে রেডি, আপনার-আমার হট ফেভারিট কেক।
![বেকারিগুলিতে ব্যস্ততা তুঙ্গে বেকারিগুলিতে ব্যস্ততা তুঙ্গে](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2015/12/25/47014-cakefactory25-12-15.jpg)
ওয়েব ডেস্ক: কেক এবং ক্রিসমাস, দুয়ের সম্পর্ক নিয়ে কোনও প্রশ্ন ওঠার কথা নয়। বড়দিনে এই একটা জিনিস বাদ গেলে, যেন মনে হয় দিনটাই জলে গেল। অতএব, কেক মাস্ট। আলাদা আলাদা ফ্লেভার। দেখনদারিতেও হাজারো রকমফের। যার যেমন পছন্দ, শুধু তা বেছে নেওয়ার অপেক্ষা। দেখলেই জিভে জল। বড়দিনে, লা-জবাব কেক। মনে হতে বাধ্য, একে ছাড়ি, না ওকে ছাড়ি!বছরের এই শেষ সময়ে বেকারিগুলিতে ব্যস্ততা তুঙ্গে। কারিগরদের চোখে ঘুম নেই। কেক বানানো, এ কি বাঁয়ে হাত কা খেল? এতই সোজা? এত এত উপকরণ, নানা প্রক্রিয়া, এসবের মধ্যে দিয়ে গিয়ে তবে বেরোয় এমন ফাইনাল প্রোডাক্ট। তার ওপর কারিগরদের হাতের জাদু। সব মিলিয়ে রেডি, আপনার-আমার হট ফেভারিট কেক।