চিনির বন্ধন

Updated By: Apr 4, 2017, 07:14 PM IST
চিনির বন্ধন

জয়তী চক্রবর্তী ( ভাওয়াল )

মা বাবা ঠামই কারোও কথাই কানে ওঠে নি! “জীবনে স্বাবলম্বী হতে গেলে হোস্টেল জীবন মাস্ট !” দাদুর সে উপদেশও পছন্দ হয় নি! শুধু তার কাছে কিছুতেই রাখি পড়বে না ভেবেই হোস্টেলে যেতে রাজি হয়ে গেল অর্ণব!

মাথা ভর্তি একরাশ মন খারাপ নিয়ে পাশের বাড়ির গেট খুলল সে! আঠা, তুলো, রঙ, চুমকি মেঝের ওপর গড়াগড়ি! স্কুলের প্রোজেক্টের রাখি বানানোয় ব্যস্ত চিনি! ইচ্ছে হলেই চিনির দেখা পাবে না ভেবেই তার কান্না পেল! নিজেকে সামলে চিনির মাথায় গাঁট্টা আর হাতে একটা কাগজ ধরিয়ে বলল-“এতে যা লেখা আছে তা আমার আর তোর!”

চিনি লেখাটা হাতে নিয়ে মাথা ডলতে ডলতে বলল – “তোমায় যেটা দেব সেটা হয় নি!”

“আমি তো চাই নি!”- বলেই ছুটে বেরিয়ে গেল অর্ণব।

অর্ণবদের গাড়িটা গলি পেরোতেই হাতের মুঠোয় রাখা সেই লেখাটা অজান্তে বুকে জড়িয়ে ধরে ফুঁপিয়ে কেঁদে উঠলো চিনি! যাতে লেখা -“রাখিটা তুই অন্য কাউকে দিস!

তোর হাত দুটো আমার জন্য রেখে দিস!”

আরও পড়ুন- ভাগাভাগি

.