নাচে, গানে মাদ্রিদ মাতালো মানুষের মত রোবটরা
বুধবারের মাদ্রিদ যেন রোবটের দেশ। স্পেনের এই শহরে বিশ্বের তাবড় তাবড় শতাধিক রোবট এক্সপার্ট তাঁদের গুচ্ছ গুচ্ছ রোবট নিয়ে হিম্যানয়েড টেকনজির পৃথিবী সেরা কংগ্রেসে যোগ দিতে এসেছিলেন।
ওয়েব ডেস্ক: বুধবারের মাদ্রিদ যেন রোবটের দেশ। স্পেনের এই শহরে বিশ্বের তাবড় তাবড় শতাধিক রোবট এক্সপার্ট তাঁদের গুচ্ছ গুচ্ছ রোবট নিয়ে হিম্যানয়েড টেকনজির পৃথিবী সেরা কংগ্রেসে যোগ দিতে এসেছিলেন।
''হ্যালো মানুষ বন্ধুরা, আমি রিম-সি''। উপস্থিত দর্শকদের এই ভাবেই সম্বোধন করল সাড়ে ৫ ফুটের ৮০ কিলোর এক রোবট।
ছোট-বড় নানান কিসিমের রোবট মাতিয়ে রাখল সবাইকে। কেউনা বকবকানিতে এক নম্বর, কেউ বা দক্ষ নাচিয়ে। কেউ আবার রান্নায় সেরা। কেউ বা দুর্ঘটনায় আহতদের হাঁটতে সাহায্য করে।
স্পেনের রাজধানীতে কার্লোস III বিশ্ববিদ্যালয়ে বৃহস্পতিবার পর্যন্ত চলবে ২০১৪ ইন্টারন্যাশনল কনফারেন্স অন হুম্যানয়েড রোবটস। ৩১টি দেশের ৪৩০ জন রোবট বিশেষজ্ঞ এই কনফারেন্সে যোগ দিয়েছেন।
বিজ্ঞানীরা এখন চেষ্টা করছেন মানুষের মত অনুভূতি সম্পন্ন রোবট তৈরি করতে। তবে চিন্তাশীল রোবট তৈরি করা আদৌ সম্ভব হবে কিনা সে বিষইয়ে সন্দেহ প্রকাশ করেছেন বিজ্ঞানীরা।