Dhumavati Jayanti: জানেন কি ধূমাবতী জয়ন্তীতে দেবী ধূমাবতীর উপাসনায় কী ফললাভ হয় ভক্তের?

শাস্ত্রমতে, ধূমাবতী দশবিদ্যারই এক রূপ। তাঁকে সপ্তম রূপ মনে করা হয়।

Updated By: Jun 8, 2022, 12:40 PM IST
 Dhumavati Jayanti: জানেন কি ধূমাবতী জয়ন্তীতে দেবী ধূমাবতীর উপাসনায় কী ফললাভ হয় ভক্তের?

নিজস্ব প্রতিবেদন: ধূমাবতী জয়ন্তী বা ধূমাবতী মহাবিদ্যা জয়ন্তী খুবই পবিত্র এক তিথি। ইনি শক্তির প্রতীক। জ্যৈষ্ঠ মাসের শুক্ল পক্ষের অষ্টম দিনে সাধারণত ধূমাবতীদেবীর উপাসনাতিথি পড়ে। শাস্ত্রমতে, ধূমাবতী দশবিদ্যারই এক রূপ। তাঁকে সপ্তম রূপ মনে করা হয়।   

এ বছর ধূমাবতী জয়ন্তী আজ, বুধবার ৮ জুন। তবে তিথি হিসেবে দেখলে ৭ জুন সকাল ৭.৫৪ মিনিট নাগাদ অষ্টমী শুরু হয়েছে এবং আজ বুধবার সকাল সাড়ে আটটা পর্যন্ত তা ছিল। তবে উদযাপন আজই। 

কী ফললাভ হয় ধূমাবতী উপাসনায়?

সাধারণত রোগ ও দারিদ্র্য থেকে রেহাই মেলে। নিস্তার মেলে প্রাকৃতিক দুর্যোগ থেকেও। পুরাকালে নাকি যুদ্ধজয়ের আশীর্বাদও মিলত দেবীর কাছ থেকে।  

(Zee 24 Ghanta App: দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

আরও পড়ুন: Shani Gochar 2022: শনির অর্ধ-দশার মোকাবিলায় কোন কাজগুলি করতেই হবে জানেন? 

.