জানেন কেন ‘অ্যাম্বুলেন্স’ শব্দটা এ ভাবে উল্টো করে লেখা থাকে?

এটা কি নিছকই কোনও কায়দা বা স্টাইল, নাকি এর পেছনে কোনও বিশেষ কারণ লুকিয়ে রয়েছে! আসুন জেনে নেওয়া যাক...

Updated By: Sep 1, 2019, 04:22 PM IST
জানেন কেন ‘অ্যাম্বুলেন্স’ শব্দটা এ ভাবে উল্টো করে লেখা থাকে?

নিজস্ব প্রতিবেদন: আজ, ১ সেপ্টেম্বর থেকে কার্যকর করা হয়েছে নতুন মোটর ভিকেল আইন (Motor Vehicles (Amendment) Bill, 2019)। নতুন আইনে অনেকটাই বাড়ানো হয়েছে জরিমানার পরিমাণ। ট্রাফিক ব্যবস্থাকে সুরক্ষিত করতে অনেকগুলি কড়া দাওয়াইয়ের বন্দোবস্ত করা হয়েছে নতুন আইনে। যেমন,  অ্যাম্বুলেন্স বা দমকলের গাড়িকে রাস্তা না ছাড়ার জন্য ১০,০০০ টাকা জরিমানা করা হতে পারে নতুন আইন অনুযায়ী।

অঙ্গ প্রতিস্থাপনের জন্য ‘গ্রিন করিডোর’-এর মাধ্যমে অ্যাম্বুলেন্সে দ্রুত এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে পৌঁছে দেওয়ার একাধিক ঘটনা সাম্প্রতিককালে আমাদের সামনে এসেছে। একটা বিষয় নিশ্চয়ই খেয়াল করেছেন যে, প্রায় সব অ্যাম্বুলেন্সের সামনেই ‘অ্যাম্বুলেন্স’ শব্দটা ইংরেজিতে উল্টো করে লেখা থাকে। কেন এ ভাবে ‘অ্যাম্বুলেন্স’ শব্দটা উল্টো করে লেখা থাকে জানেন? এটা কি নিছকই কোনও কায়দা বা স্টাইল, নাকি এর পেছনে কোনও বিশেষ কারণ লুকিয়ে রয়েছে! আসুন জেনে নেওয়া যাক...

Ambulance

আরও পড়ুন: ভ্যাপসা গরমেও জামা কাপড়ে ঘামের দাগ লাগবে না! জেনে নিন উপায়গুলি

এ কথা নিশ্চয়ই জানেন যে, আমরা যখন আয়নায় কোনও কিছুর প্রতিবিম্ব দেখি, তখন সেটিকে আনুভূমিকভাবে উল্টো দেখি। একই ভাবে অ্যাম্বুলেন্সের সামনে ইংরেজি হরফে উল্টো করে লেখা ‘অ্যাম্বুলেন্স’ শব্দটার প্রতিবিম্ব সামনের গাড়িটির লুকিং গ্লাসে সঠিক ভাবেই দেখা যাবে। ফলে ‘অ্যাম্বুলেন্স’ শব্দটা লুকিং গ্লাসে দেখে সহজেই পথ ছেড়ে দেওয়া যাবে। এই কারণেই যে কোনও অ্যাম্বুলেন্সের সামনেই ‘অ্যাম্বুলেন্স’ শব্দটা ইংরেজি হরফে উল্টো করে লেখা থাকে।

.