কুয়াশার ভদকা, সরীসৃপের ওয়াইন... খেয়ে দেখবেন নাকি?

কমবেশি নানা ধরনের মদ তো খান। কিন্তু এধরনের কোনও মদ কি কখনও খেয়েছেন? অনেকে হয়তো নামই শোনেননি। এরকম বেশকিছু 'অদ্ভুত' মদের সঙ্গে আজ আপনাদের পরিচয় করাব।

Updated By: Jun 3, 2016, 08:57 PM IST
কুয়াশার ভদকা, সরীসৃপের ওয়াইন... খেয়ে দেখবেন নাকি?

ওয়েব ডেস্ক : কমবেশি নানা ধরনের মদ তো খান। কিন্তু এধরনের কোনও মদ কি কখনও খেয়েছেন? অনেকে হয়তো নামই শোনেননি। এরকম বেশকিছু 'অদ্ভুত' মদের সঙ্গে আজ আপনাদের পরিচয় করাব।

১) কুয়াশা থেকে ভদকা- সান ফ্রান্সিসকোর একটি কম্পানি, হ্যাঙ্গার ওয়ান তৈরি করেছে এই বিশেষ ধরনের ভদকা। নাম ফগ পয়েন্ট।

২) মাম্মা মিঞা পিত্জা বিয়ার- পিত্জা থেকে তৈরি বিয়ার। প্রথম তৈরি হয় ২০০৬ সালে।

৩) মমিফায়েড হিউম্যান টো ককটেল- নাম শুনেই গা বমি বমি করছে তো। এমনই অদ্ভুত এই পানীয়। পাওয়া যায় কানাডার ডসন শহরের একটি হোটেলে। ককটেলটির পোশাকি নাম 'সওরটো ককটেল'।

৪) স্নেক ওয়াইন- জাকার্তায় এই ওয়াইনের খুব চল। কোবরার বিষ বের করে সেটা মেশানো হয় ভাত থেকে তৈরি ওয়াইনে।

৫) স্করপিওন ভদকা- আট-পে সরীসৃপটিকে কেউ কেউ নাকি এমনি খেতে ভালোবাসেন। আর কেউ ভালোবাসেন ভদকায় মিশিয়ে, সেই কাঠ-কাঠ গন্ধযুক্ত পানীয় খেতে।

৬) পাখির লালার সোডা- চিনে খাওয়া হয় এই অদ্ভুতুড়ে পানীয়। পাখির লালা, বমি দিয়েই নাকি তৈরি হয় এই পানীয়।

৭) মাইস ওয়াইন- নাম শুনেই বুঝতে পারছেন! একটা বড় কাঁচের গ্লাসে ওয়াইন। আর সেই ওয়াইনে ভেজানো জ্যান্ত মাইস, মানে ইঁদুর বাচ্চা। চিনে এই পানীয় হেল্থ ড্রিংক বলে পরিচিত। যা কি না অ্যাসথ্মা ও লিভারের সমস্যা দূর করে।

.