অফিসের কাজের পর বৃষ্টি ভেজা সন্ধে বেলায় চায়ের আড্ডা হবে না, তা-ও কি হয় নাকি! বাড়িতে চা-কফির সঙ্গে মুখরোচক মুচমুচে কিছু একটা থাকলে তো আর কথাই নেই! চটপট মুচমুচে পদ বানিয়ে ফেলতে পাউরুটিকে কাজে লাগানো যেতেই পারে। হাতের কাছে থাকা উপকরণ দিয়ে বানিয়ে ফেলুন ক্রিসপি ব্রেড কাটলেট। এই পদটি বানানো খুবই সহজ আর খেতেও মজাদার।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ক্রিসপি ব্রেড কাটলেট বানাতে লাগবে:—


১০ থেকে ১২টি পাউরুটি স্লাইস, ২০০ গ্রাম কুচিয়ে কাটা পনির। পনিরের পরিবর্তে সেদ্ধ আলুও চটকে দেওয়া যেতে পারে, ১ চামচ চিলি ফ্লেক্স, ১ চামচ  অরিগ্যানো (না হলেও চলবে), আধা চামচ গোলমরিচ গুঁড়ো, ২ চামচ কর্নফ্লাওয়ার, স্বাদ মতো নুন আর চিনি।


ক্রিসপি ব্রেড কাটলেট বানানোর পদ্ধতি:—


কুচিয়ে কাটা পনির একটি পাত্রে রাখুন। পাউরুটিগুলোর ধারগুলি বাদ দিয়ে দিন।


এরপর একে একে বাকি উপকরণগুলো পনিরের সঙ্গে ভাল করে মিশিয়ে নিন।


আরও পড়ুন: বাড়িতেই বানিয়ে ফেলুন ক্রিসপি পনির চিজি পকোড়া আর জমিয়ে খান চায়ের সঙ্গে!


সামান্য জল ছিটিয়ে পাউরুটিগুলিকে নরম করে রুটির মতো করে বেলুন। দেখবেন পাউরুটি পাতলা রুটির মতো হয়ে যাবে।


এর ভেতর পনিরের পুর ভরে কাটলেটের আকারে মুড়ে ফেলুন। ধারগুলোয় কর্নফ্লাওয়ারের ব্যাটার লাগান।


এতে ধার জুড়তে সুবিধা হবে। ছাঁকা তেলে লাল করে ভেজে নিয়ে টোম্যাটো সসের সঙ্গে পরিবেশন করুন গরম গরম ক্রিসপি ব্রেড কাটলেট।