বাড়িতেই বানিয়ে ফেলুন ক্রিসপি পনির চিজি পকোড়া আর জমিয়ে খান চায়ের সঙ্গে!

জেনে নিন ক্রিসপি পনির চিজি পকোড়া বানানোর সহজ রেসিপি আর বাড়িতেই বানিয়ে ফেলুন ঝটপট...

Edited By: সুদীপ দে | Updated By: Aug 27, 2020, 05:35 PM IST
বাড়িতেই বানিয়ে ফেলুন ক্রিসপি পনির চিজি পকোড়া আর জমিয়ে খান চায়ের সঙ্গে!
—প্রতীকী চিত্র।

বাচ্চাদের দুধ বা ছানার কিছু খাওয়াতে নাজেহাল অবস্থা প্রায় সব বাড়িতেই। এ সব খাওয়ার ক্ষেত্রে নানা অজুহাত থাকলেও চিকেন কাবাব থেকে চিকেন বল কোনটা খেতে অনীহা নেই ছোটদের। কিন্তু আপনি ভাবছেন পনিরে যে প্রোটিন রয়েছে সেটাও তো দরকার। তাই চিকেনের মতোই বাড়িতেই বানিয়ে ফেলুন ক্রিসপি পনির চিজি পকোরা। দেখবেন চিকেনের মতোই বাড়ির ছোটরাও জমিয়ে খাচ্ছে ক্রিসপি পনির চিজি পকোড়া। বড়দেরও চায়ের আড্ডা জমে যাবে এই মুখরোচক পদ সঙ্গে পেলে। জেনে নিন ক্রিসপি পনির চিজি পকোড়া বানানোর সহজ রেসিপি আর বাড়িতেই বানিয়ে ফেলুন ঝটপট...

ক্রিসপি পনির চিজি পকোড়া বানাতে লাগে:

পরিমান মতো কিউব করে কাটা পনির, প্রতিটি পনির কিউবের জন্য ১টি করে স্লাইস চিজ, লঙ্কাগুঁড়ো ১/২ টেবিল-চামচ, কর্নফ্লাওয়ার ৪ টেবিল-চামচ, ডিমের সাদা অংশ, রসুন ৪ কোয়া বাটা, আদা বাটা ১ চামচ, বিস্কুটের গুঁড়ো ২ টেবিল-চামচ, নুন স্বাদ মতো, তেল পরিমাণ মতো।

ক্রিসপি পনির চিজি পকোড়া বানানোর পদ্ধতি:

১) গরম জলে পনিরের কিউবগুলো কিছুক্ষণ রেখে তুলে নিন।

২) কর্নফ্লাওয়ার, আদা বাটা, রসুনবাটা, লঙ্কাগুঁড়ো, বিস্কুটের গুঁড়ো, নুন দিয়ে একসঙ্গে জলে গুলে ব্যাটার তৈরি করে নিন।

৩) তারপর একটি পাত্রে ডিম ভেঙ্গে সামান্য নুন দিয়ে গুলে নিন।

আরও পড়ুন: রেস্তোরাঁয় নয়, সন্ধেবেলায় বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু শ্রিম্প রোল

৪) প্রতিটি পনির কিউবে স্লাইস চিজে মুড়ে নিন।

৫) ডিম ফেটিয়ে রাখা পাত্রে পনির বলগুলো ডুবিয়ে নিন।

৬) তারপর বলগুলোকে ব্যাটারে মাখিয়ে ছাঁকা তেলে ভেজে নিন।

আর গরম গরম পরিবেশন করুন ক্রিসপি পনির চিজি পকোড়া।

.