ডিম ছাড়া Omelette? জেনে নিন কীভাবে বানাবেন এই সহজ রেসিপি

খেয়ে অবশ্যই জানাবেন কেমন লাগল এই রেসিপি।

Updated By: Jan 13, 2022, 02:33 PM IST
ডিম ছাড়া Omelette? জেনে নিন কীভাবে বানাবেন এই সহজ রেসিপি
চটজলদি বানিয়ে ফেলুন এই রেসিপি

নিজস্ব প্রতিবেদন : ডিম ছাড়া Omelette? কেমন বোকা বোকা শোনাচ্ছে তো? না বিষয়টা মোটেই বোকা বোকা নয়, বরং, শীতের সকালে চটজলদি এই রিসিপি বানিয়ে বাড়ির সকলের মন জয় করতে পারেন আপনি। মাত্র কয়েকটি সাধারণ পদ্ধতির মধ্যে দিয়েই বানিয়ে ফেলতে পারেন এই রেসিপি। খেয়ে অবশ্যই জানাবেন কেমন লাগল এই রেসিপি।

প্রথমে জেনে নেওয়া যাক কী কী লাগবে এই  Omelette বানাতে-

এক চা-চামচ রিফাইন্ড তেল
একটি পেঁয়াজ। ছোট ছোট করে কেটে নেওয়া
সামান্য পরিমাণে আদা
এক চা-চামচ ধনে পাতা
এক স্লাইস পাউরুটি
১/৩ কাপ ময়দা
১/৪ চামচ চিনি
এক কাপ দুধ
এক চা-চামচ বেকিং সোডা
গোলমরিচ পরিমাণ মত
এক চা-চামচ মাখন
দুটি কাঁচা লঙ্কা
একটি টমেটো
১/৪ কাপ চিজ
এক কাপ বেসন
স্বাদ অনুসারে নুন
৩/৪ কাপ জল

কীভাবে বানাবেন জেনে নিন-

প্রথম ধাপ- প্রথমে ব্যাটারটি বানিয়ে ফেলতে হবে ময়দা, বেসন, চিনি ও স্বাদ অনুসারে নুন মিশিয়ে। এরপর তাতে দিয়ে দিতে হবে দুধ, সামান্য জল এবং বেকিং সোডা। সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে নিতে হবে। এরপর তালিকায় থাকা মাখন একটি ননস্টিক প্যানে গরম করে সেটিও মিশিয়ে নিতে হবে ব্যাটারের সঙ্গে। 

দ্বিতীয় ধাপ- ওই ননস্টিক প্যানেই সামান্য তেলে হালকা করে ভেজে নিতে হবে একে একে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আদা এবং টমেটো। শেষে অল্প পরিমাণে ধনেপাতা ছড়িয়ে দিতে হবে। সব্জিগুলি কিছুটা ভাজা হয়ে গেলে তাতে উপর থেকে আস্তে আস্তে ব্যাটার মেশাতে হবে। এরপর সেটিকে ভেজে নিতে হবে হালকা আঁচে। শেষে সামান্য চিজ ছড়িয়ে নামিয়ে নিতে হবে। 

তৃতীয় ধাপ- ডিম ছাড়া Omelette-টি তৈরি হয়ে গেলে, এবার পাউরুটিগুলিকে টোস্ট বানিয়ে একসঙ্গে গরম গরম সার্ভ করে ফেলুন। 

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.