অফিসে এই স্বভাব আপনারও আছে নাকি?

ওয়েব ডেস্ক : রমেশ অফিসে কাজের ফাঁক একবার নিজের ফেসবুক অ্যাকাউন্টটা চেক করে নিলেন। প্রতীক্ষাও একই রকমভাবে কাজের ফাঁকেই নিজের টুইটার ও ফেসবুক অ্যাকাউন্টটা দেখে নেন মাঝেমধ্যেই। তবে তা অবশ্যই বসের চোখ এড়িয়ে।

এই দৃশ্য আজকের করপোরেট দুনিয়ায় নতুন কিছু নয়। কর্মীরাই বলছেন কাজের মাঝে একটু স্ট্রেস কাটাতেই মাঝেমধ্যেই এই কাজ করা। সম্প্রতি একটি সমীক্ষায় বলা হয়েছে কাজের মাঝে মাথা থেকে চাপ কমাতে কিছুটা নিজেদেরও সময় দেন কর্মীরা। আর তা করতে গিয়েই সোশ্যাল মিডিয়াতে নিজেদের ব্যস্ত করে রাখেন তাঁরা।

English Title: 
Employees use this skill to remove mental fatigue
News Source: 
Home Title: 

অফিসে এই স্বভাব আপনারও আছে নাকি?

অফিসে এই স্বভাব আপনারও আছে নাকি?
Yes
Is Blog?: 
No