প্রতিদিন নতুন কিছু করার চ্যালেঞ্জ তাঁর ...
প্রতিদিনই নতুন। নতুন ভাবনা, নতুন গল্প আর থাকে কিছু পুতুল। তাদেরকে নিয়ে প্রতিদিন চলেছে সৃষ্টির গবেষণা। বলা ভালো, পুতুলের ইতিকথা। পাঁচ বছর ধরে প্রতিদিন বানিয়ে চলেছেন এক একটি দিনের ক্যালেন্ডার। জীবন্ত ক্যালেন্ডার।
![প্রতিদিন নতুন কিছু করার চ্যালেঞ্জ তাঁর ... প্রতিদিন নতুন কিছু করার চ্যালেঞ্জ তাঁর ...](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2015/08/06/41083-doll681516cover.jpg)
ওয়েব ডেস্ক: প্রতিদিনই নতুন। নতুন ভাবনা, নতুন গল্প আর থাকে কিছু পুতুল। তাদেরকে নিয়ে প্রতিদিন চলেছে সৃষ্টির গবেষণা। বলা ভালো, পুতুলের ইতিকথা। পাঁচ বছর ধরে প্রতিদিন বানিয়ে চলেছেন এক একটি দিনের ক্যালেন্ডার। জীবন্ত ক্যালেন্ডার।
২০১১ থেকে জাপানি শিল্পী তাতসুয়া তানাকা (Tatsuya Tanaka) প্রতিদিন একটি করে ক্যালেন্ডার (‘miniature calendar') তৈরি করেন। আমরা সাধারণত যা ব্যবহার করে থাকি তাই নিয়ে সহজ সরল মডেল তৈরি করে থাকেন। হেডফোন কখনও ওভেন হয়ে যায়, বিস্কুট কখনও মরুভূমি হয়ে যায়, আবার কলার খোসা বনে যায় স্ট্রীট রেস্টুরেন্টে। অদ্ভুত তাঁর ভাবনা, সৃজনশীলতা। প্রতিদিন নতুন নতুন বিষয় নিয়ে বানিয়ে চলেছেন টয় স্টোরি।