ভাঙা কাচ জোড়া লাগানোর আঠা

ভাঙা কাচ জোড়ার আঠা, আবিষ্কার হয়ে গেছে। এখুন মুখ দেখার আয়না জোড়া যাবে কী না তেমন কোনও খবর পাওয়া না গেলেও, নতুন পদ্ধতিতে গাড়ির উইন্ডশিল্ড অনায়াসে জোড়া যাবে।

Updated By: Jun 27, 2016, 10:35 PM IST
ভাঙা কাচ জোড়া লাগানোর আঠা

ব্যুরো: ভাঙা কাচ জোড়ার আঠা, আবিষ্কার হয়ে গেছে। এখুন মুখ দেখার আয়না জোড়া যাবে কী না তেমন কোনও খবর পাওয়া না গেলেও, নতুন পদ্ধতিতে গাড়ির উইন্ডশিল্ড অনায়াসে জোড়া যাবে।

মন আর কাচ ভাঙলে না কি জোড়া লাগে না! মন ভাঙলে জোড়া লাগে কী লাগে না, তা নিশ্চিত করে কিছু বলা না গেলেও কাচ কিন্তু এখন জোড়া লাগছে। নতুন গাড়ি কিনেছেন। কয়েকদিন পরেই দেখলেন গাড়ির সামনের কাচে চিঁড়। বুঝলেন, অবিলম্বে বদলাতে হবে।  বদলানো ছাড়া উপায়টাই বা কী। এ  তো জোড়া লাগার নয়। কিন্তু নতুন বিজ্ঞান বলছে জোড়া লাগছে। সময়টাও যে বেশি লাগবে এমনটা নয়। মেরেকেটে আধঘণ্টা। এ আঠা লেগে গেলে, কাচ যে কখনও ভেঙেছিল তো বোঝে সাধ্য কার। fVO অতএব এখন আর বলা যাবে না, কাচ ভাঙলে আর জোড়া লাগে না। 

.