মাঠে ভারত-পাক, বিশ্বকাপ জ্বরে আক্রান্ত গুগলও
বিশ্বকাপের সবথেকে প্রতীক্ষিত ম্যাচে আজ মুখোমুখি ভারত-পাকিস্তান। ক্রিকেট জ্বরে যখন ভুগছে গোটা দেশ তখন গুগলতো আক্রান্ত হবেই। আজ ডুডলেও তাই মৈত্রীর রঙ। ভারতের জন্য আসল বিশ্বকারতো শুরু হচ্ছে আজই।
ওয়েব ডেস্ক: বিশ্বকাপের সবথেকে প্রতীক্ষিত ম্যাচে আজ মুখোমুখি ভারত-পাকিস্তান। ক্রিকেট জ্বরে যখন ভুগছে গোটা দেশ তখন গুগলতো আক্রান্ত হবেই। আজ ডুডলেও তাই মৈত্রীর রঙ। ভারতের জন্য আসল বিশ্বকারতো শুরু হচ্ছে আজই।
গুগলের ৬টি অক্ষরে দেখা যাচ্ছে ৬ জন ক্রিকেট প্লেয়ারকে। ৩ জনের গায়ে ভারতের জার্সি, ৩ জনের গায়ে পাকিস্তানের। অ্যাডিলেড ওভালে আজ গ্রুপ বি ম্যাচে মুখোমুখি ভারত-পাকিস্তান। তবে গুগলের এই ডুডল কিন্তু দেখা যাবে না সবদেশের সার্চ পেজে। কারণ, ১৪ ফেব্রুয়ারির পরে বিশ্ব এখনও ভালবাসার চাদরেই ঘুমোচ্ছে। এই ডুডল দেখতে পাচ্ছে ইউনাইটেড কিংডম, দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া, ভারত ও নিউ জিল্যান্ড। বাকি বিশ্বের জন্য ডুডলে এখনও ভ্যালেন্টাইনস ডে।