আজ গুগলের ডুডলে ''নভরোজ মুবারক''
আজ গুগলের ডুডলে পালিত হচ্ছে ইরানের নববর্ষ,নভরোজ। ইরানীয় পুরাণ মতে আজ বসন্তের প্রথম দিন বা ইকুউনক্স। জোরোয়াসট্রিয়ানদের (সূর্যের উপাসক) কাছে আজকের দিনটি অত্যন্ত পবিত্র। পৃথিবীর বিভিন্ন প্রান্তে জোরোয়াসট্রিয়ানরা এই দিনটি মহাসমারোহে পালন করেন।
ওয়েব ডেস্ক: আজ গুগলের ডুডলে পালিত হচ্ছে ইরানের নববর্ষ,নভরোজ। ইরানীয় পুরাণ মতে আজ বসন্তের প্রথম দিন বা ইকুউনক্স। জোরোয়াসট্রিয়ানদের (সূর্যের উপাসক) কাছে আজকের দিনটি অত্যন্ত পবিত্র। পৃথিবীর বিভিন্ন প্রান্তে জোরোয়াসট্রিয়ানরা এই দিনটি মহাসমারোহে পালন করেন।
আজকের রঙবেরঙের গুগল ডুডলে উপর কার্সার নিয়ে গেলেই দেখতে পাবেন ''নভরোজ মুবারক''। গুগলের এই ডুডলে রয়েছে রঙবেরঙের ফুল, মৌমাছি আর শুঁয়োপোকা। এককথায় আজ গুগল ডুডলে বসন্তের আবাহন।
ভারতে মূলত পার্শি, কাশ্মীরি ও শিয়া মুসলিমরা এই উৎসবটি পালন করেন।