জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: পাঁচ কোটির বেশি ব্যবসার টার্নওভারের জন্য একটি নতুন GST থ্রেশহোল্ড অগস্টের ১ তারিখ থেকে শুরু হবে। মে মাসে অর্থ মন্ত্রক পণ্য ও পরিষেবা কর (জিএসটি) ব্যবস্থার বিষয়ে একটি বিজ্ঞপ্তি জারি করেছিল। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে পাঁচ কোটির বেশি টার্নওভারের ব্যবসাগুলিকে ১ অগস্ট থেকে ই-ইনভয়েস তৈরি করতে হবে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

১ অগস্ট থেকে শুরু হচ্ছে এই নতুন নিয়ম। B2B লেনদেনের মূল্য ৫ কোটি টাকার বেশি এমন কোম্পানিগুলিকে একটি ইলেকট্রনিক বা ই-ইনভয়েস তৈরি করতে হবে। সমস্ত B2B লেনদেনের জন্য, কোম্পানিগুলিকে অবশ্যই একটি ইলেকট্রনিক চালান তৈরি করতে হবে যদি তাদের বার্ষিক আয় হয় ১০ কোটি বা তার বেশি হয়।


আরও পড়ুন: Brahma Yoga: ব্রহ্মযোগে ভাগ্যের বিপুল উন্নতি এই রাশির জাতকদের, অর্থনৈতিক সমৃদ্ধিতে উজ্জ্বল...


ই-ইনভয়েসিং প্রাথমিকভাবে (২০২০) ৫০০ কোটি টাকার বেশি টার্নওভার সহ বড় কোম্পানিগুলির জন্য প্রয়োগ করা হয়েছি। তিন বছরের মধ্যে থ্রেশহোল্ড এখন পাঁচ কোটি টাকায় নামিয়ে আনা হয়েছে৷ বিজনেস-টু-বিজনেস (B2B) লেনদেনের জন্য ই-ইনভয়েসিং বাধ্যতামূলক করা হয়েছিল। GST আইনের অধীনে ৫০০ কোটি টাকার বেশি বার্ষিক আয় যে সংস্থাগুলির তাদের জন্য ১ অক্টোবর, ২০২০ থেকে এই নিয়ম শুরু হয়। এরপরে যাদের বার্ষিক আয় ১০০ কোটি টাকার বেশি তাদের জন্য ১ জানুয়ারি ২০২১ থেকে শুরু হয় এই নিয়ম।


আরও পড়ুন: ITR Filing: বাকি মাত্র দুই দিন, ৩১ জুলাইয়ের পরে করা যাবে আয়কর জমা? এসে গেল সর্বশেষ আপডেট


৫০ কোটি টাকার বেশি টার্নওভার ছিল এমন কোম্পানিগুলি ১ এপ্রিল, ২০২১ থেকে B2B ই-ইনভয়েস তৈরি করা শুরু করে। ১ এপ্রিল, ২০২২ থেকে, সীমা ২০ কোটি টাকায় কমিয়ে আনা হয়েছিল। ১ অক্টোবর, ২০২২ সালে থ্রেশহোল্ড আরও কমিয়ে ১০ কোটি টাকা করা হয়েছিল।


অন্যদিকে, GST কাউন্সিল আগামীকাল, অর্থাৎ ২ অগস্ট, অনলাইন গেমিংয়ের উপর GST প্রয়োগের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে বৈঠকে বসতে পারে। ডিপজিতের উপর অথবা প্রতিটি খেলায় ২৮ শতাংশ জিএসটি ধার্য করা হবে কিনা তাও কাউন্সিল সিদ্ধান্ত নেবে। রাজস্ব সচিব সোমবার স্বীকার করেছেন যে প্রতিটি খেলার উপর ২৮ শতাংশ কর আরোপ করলে একই টাকার উপর বারবার ট্যাক্স চালু হবে যার ফলে কার্যকরি করের হার ৫০-৭০ শতাংশ হতে পারে।


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)