সব্যসাচীর নতুন কালেকশনে Inclusive India, পোশাকে অবস্থান ঘোষণা ফ্যাশন ডিজাইনারের
বিশদে জানিয়েছেন, কেমন ভারত চান তিনি। বেশ কয়েক বছর ধরেই বাঁধাধরা মডেলের ধারণা থেকে বেরিয়ে এসেছেন সব্যসাচী।
নিজস্ব প্রতিবেদন – তাঁর ভারত বহুজাতিক, বহুভাষী। সেই বহুত্বের ভারতকেই উদযাপন করলেন ফ্যাশন ডিজাইনার সব্যসাচী মুখোপাধ্যায়। ইনস্টাগ্রামে একটি ভিডিয়ো প্রকাশ করেন সব্যসাচী। সেই ভিডিয়োয় তাঁর বসন্ত ও গ্রীষ্ম কালেকশনকে ভারতের বিভিন্ন অঞ্চলের জড়ির কাজ এবং ছাপায় নিজের নতুন ডিজাইনে সাজিয়েছেন ডিজাইনার। প্রত্যেক প্রদেশের শিল্পকে আলাদা ভাবে চিহ্নিতও করে দিয়েছেন ভিডিয়োর শেষে। আর ভিডিয়োর শুরুতেই বেশ বিশদে জানিয়েছেন, কেমন ভারত চান তিনি।
বেশ কয়েক বছর ধরেই বাঁধাধরা মডেলের ধারণা থেকে বেরিয়ে এসেছেন সব্যসাচী।
এই ভিডিয়োতেও নানা চেহারার মডেলদের দেখা গেল। মডেল মানেই শুধু হ্যাঙার নন, মডেলও আসলে রক্তমাংসের মানুষ। তাঁর ব্যক্তিত্ব, ইচ্ছা-অনিচ্ছা, সৌন্দর্যবোধ, চিন্তা, মনন সবই প্রতিফলিত কলকাতার এই ফ্যাশন ডিজাইনারের এবারের গ্রীষ্মের কালকশনে। আর সেখানেই বেরিয়ে এল তাঁর রাজনৈতিক স্টেটমেন্ট। তবে এবার শুধু পোশাকেই নয়, নিজের কাজ ভিডিয়োয় দেখানোর আগে সে কথা লিখেও দিলেন ডিজাইনার।স্পষ্ট করলেন, যে ভারতকে তিনি চেনেন, সেখানে অনেক ধরনের মানুষ আছেন। এবং সকলকে নিয়েই চলে এই দেশ। বহু সংস্কৃতির, বহু ভাবধারার মিলন এখানে।আর এই দেশে সবাই একসঙ্গে আনন্দে থাকে।