7th Pay Commission: জুলাই থেকেই কার্যকর হবে DA, কতটা বেতন বৃদ্ধি হবে, দেখে নিন

কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য মহার্ঘ ভাতা (DA) ১৭ শতাংশ থেকে বাড়িয়ে ২৮ শতাংশ করা হয়েছে। 

Updated By: Jul 18, 2021, 11:45 AM IST
7th Pay Commission: জুলাই থেকেই কার্যকর হবে DA, কতটা বেতন বৃদ্ধি হবে, দেখে নিন

নিজস্ব প্রতিবেদন: সপ্তম বেতন কমিশনের আওতায় (7th Pay Commission) কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য মহার্ঘ ভাতা (DA) ১৭ শতাংশ থেকে বাড়িয়ে ২৮ শতাংশ করা হয়েছে। পাশাপাশি কর্মচারীদের জন্য বাড়ি ভাড়া ভাতা (HRA) বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। ডিএ এখন ২৫ শতাংশ পার হয়ে যাওয়ার কারণেই বাড়ি ভাড়া ভাতা বাড়ানো হয়েছে।

এই বছরের ১ জুলাই থেকেই কার্যকর হচ্ছে বর্ধিত হারের ডিএ। অন্তত ৫০ লক্ষ কর্মী ও পেনশনভোগী এই সিদ্ধান্তে উপকৃত হবেন।

আরও পড়ুন, SSC CGL Recruitment 2020-21: ৭ হাজারেরও বেশি শূন্যপদে নিয়োগের বিজ্ঞপ্তি, জানুন বিশদে

কীভাবে হিসেব করবেন ডিএ?

কেন্দ্রের দেওয়া এই মহার্ঘ্য ভাতা বৃদ্ধির নেপথ্যে অঙ্ক হল ২০২০ সালের জানুয়ারিতে ৪ শতাংশ বৃদ্ধি, ২০২০ সালের জুনে ৩ শতাংশ বৃদ্ধি এবং ২০২১ সালের জানুয়ারিতে ৪ শতাংশ বৃদ্ধির মোট পরিমাণ। 

সেই হিসেব অনুযায়ী, কর্মচারী এবং পেনশনভোগীদের ১১ শতাংশ মহার্ঘ ভাতা বৃদ্ধি হচ্ছে যা আগের ১৭% ডিএ এর সঙ্গে যুক্ত হয়ে তা বৃদ্ধি পেয়ে ২৮% হচ্ছে। অর্থাৎ এখন কত বেতন পাচ্ছেন তা বুঝতে গেলে আগের বেতনের সঙ্গে ১১ শতাংশ যোগ করে হিসেব করুন।

কেন্দ্রীয় সরকারের প্রায় ৫২ লক্ষ কর্মচারী এবং ৬০ লক্ষ পেনশনপ্রাপকদের কাছে কার্যত স্বস্তি। ডিএ-র হার সংশোধনের পরে কর্মীরা ২৮ শতাংশ ডিএ পাবেন। সেই অনুযায়ী, মাসিক ডিএ ১১ শতাংশ বৃদ্ধি পাবে। তবে আগামী দিনেও ৩ শতাংশ ডিএ বৃদ্ধির সম্ভাবনা রয়েছে।

.