বিয়ের পর পদবি পরিবর্তনে নারাজ ভারতীয় মহিলারা, উঠে এল শাদি ডট কমের সমীক্ষায়

বিয়ের পর রীতি মেনে ভারতীয় মহিলাদের গোত্র পরিবর্তন, পদবি পরিবর্তন হয়ে যায়। কিন্তু আর নয়! ভারতীয় মহিলাদের নীরব দাবি বিয়ের পর তারা আর পদবি পরিবর্তন করতে চান না। বিবাহ যোগাযোগ সংক্রান্ত জনপ্রিয় ওয়েবসাইটের সাম্প্রতিক সমীক্ষায় উঠে এল এমনই দাবি।

Updated By: Oct 28, 2015, 03:03 PM IST
বিয়ের পর পদবি পরিবর্তনে নারাজ ভারতীয় মহিলারা, উঠে এল শাদি ডট কমের সমীক্ষায়

ওয়েব ডেস্ক: বিয়ের পর রীতি মেনে ভারতীয় মহিলাদের গোত্র পরিবর্তন, পদবি পরিবর্তন হয়ে যায়। কিন্তু আর নয়! ভারতীয় মহিলাদের নীরব দাবি বিয়ের পর তারা আর পদবি পরিবর্তন করতে চান না। বিবাহ যোগাযোগ সংক্রান্ত জনপ্রিয় ওয়েবসাইটের সাম্প্রতিক সমীক্ষায় উঠে এল এমনই দাবি।

২৫ থেকে ৩৪ বছরের মহিলাদের জিজ্ঞাসা করা হয় বিয়েতে সম্মতি দেওয়ার আগে আপনি কী কোন শর্ত দিতে চান? তাতে ৭১ শতাংশ মহিলাই বলেছেন, হ্যাঁ তারা বিয়ের পিড়িতে বসার জন্য শর্ত দিতে চান। মাত্র ৫ শতাংশ মহিলা বলেছেন তারা নি:শর্ত বিয়ে করতে চান। বাকিরা বলেছেন ভেবে দেখবেন। এই ৭১ শতাংশ মহিলাদের বেশিরভাগই শর্ত হিসেবে বলেছেন, বিয়ের পর তারা পদবি পরিবর্তন করবেন না।  শর্ত হিসেবে দ্বিতীয় নম্বরে আছে চাকরি ছাড়ার কোনও কথা বলা যাবে না।

.