যেখানে সারাদিন বইছে ওয়াইনের ঝর্না, মুখ পাতলেই ফ্রি-তেই মিলবে ওয়াইন
পর্যটকদের আকর্ষণের জন্য নয়া ব্যবস্থা ইতালিতে। ইতালির এক শহরে বসানো হল এক কৃত্রিম ঝর্না। যে ঝর্নায় দিন-রাত অনরবত বয়ে চলেছে মহার্ঘ রেড ওয়াইন। যার তলায় দাঁড়িয়ে বিনামূল্যে গলা ভিজিয়ে নিতে পারবেন পর্যটকরা। দিনে ২৪ ঘণ্টা, সপ্তাহে ৭দিন খোলা থাকবে এই ঝর্না।
![যেখানে সারাদিন বইছে ওয়াইনের ঝর্না, মুখ পাতলেই ফ্রি-তেই মিলবে ওয়াইন যেখানে সারাদিন বইছে ওয়াইনের ঝর্না, মুখ পাতলেই ফ্রি-তেই মিলবে ওয়াইন](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2016/10/22/68589-win.jpg)
ওয়েব ডেস্ক: পর্যটকদের আকর্ষণের জন্য নয়া ব্যবস্থা ইতালিতে। ইতালির এক শহরে বসানো হল এক কৃত্রিম ঝর্না। যে ঝর্নায় দিন-রাত অনরবত বয়ে চলেছে মহার্ঘ রেড ওয়াইন। যার তলায় দাঁড়িয়ে বিনামূল্যে গলা ভিজিয়ে নিতে পারবেন পর্যটকরা। দিনে ২৪ ঘণ্টা, সপ্তাহে ৭দিন খোলা থাকবে এই ঝর্না।
আরও পড়ুন- হানিট্র্যাপে 'ফাঁসলেন' যে রাজনীতিবিদ
ইতালির ছোট্ট শহর কালদারি দি ওরতোনায় পর্যটকদের ভিড় সেভাবে থাকে না। অনেক পর্যটকই এই শহরের ওপর দিয়ে যান, কিন্তু কেউ নামেন না। এটা এই টাউনের বড় আক্ষেপ। তাই অন্তত ওয়াইনের টানেও যাতে পর্যটকরা আসে সেই ব্যবস্থাই করা হল। তবে কেউ যাতে ওয়াইনের অপচয় না করে সেই আবেদন করা হয়েছে। এমন খবর প্রকাশের পর এই শহরে যাওয়ার আবেদান শুরু হয়েছে। ওয়াইনে ভাগ্য ফেরার অপেক্ষায় কালদারি টাউন।