ওয়েব ডেস্ক: আজ জন্মাষ্টমী। ধর্মবিশ্বাসীদের কাছে এটা গীতা প্রণেতা ভগবান শ্রীকৃষ্ণের জন্মদিন। পূরাণ মতে, শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে মধ্যরাতে কৃষ্ণের জন্ম হয়। ভাগবত্ পুরাণ অনুসারে ভদ্রপদা মাসে কৃষ্ণের জন্ম। অবশ্য শুনতে দু’রকম মনে হলেও, এই দুটি তিথিই কার্যক্ষেত্রে একই দিনে পড়ে। কংসের কারাগারে বন্দি দেবকি ও বসুদেবের সন্তান কৃষ্ণ। দ্বাপর যুগে বিষ্ণুর অবতার।
আরও পড়ুন কৃষ্ণের ননী চুরির আসল মানে কি জানেন? জানুন পূরাণে কী বলছে
ভারতীয় সমাজজীবনে জন্মাষ্টমী একটি উত্সকব। কৃষ্ণের জন্মদিন উপলক্ষ্যে এদিন উপবাস ও রাত্রি জাগরণ করেন হিন্দুদের একাংশ। তাই সারাদেশের নানা প্রান্তে পালন করা হচ্ছে, জন্মাষ্টমী। দেশের বেশ কয়েকটি রাজ্যে এদিন সরকারি ছুটি।
আরও পড়ুন দ্বিতীয়বার সন্তানের বাবা হলেন ফারদিন খান
আজ জন্মাষ্টমী, ধর্মবিশ্বাসীদের কাছে এটা গীতা প্রণেতা শ্রীকৃষ্ণের জন্মদিন