Janmashtami 2022: জন্মাষ্টমীর পুজোয় এই কয়েকটি জিনিস না রাখলে অসম্পূর্ণ থেকে যাবে আপনার পুজো...

আরও যেকটি জিনিস থাকা জরুরি, যেগুলি খুবই সাধারণ, সব পুজোতেই থাকে থাকা জরুরি , তবে সেগুলি মোটামুটি সাধারণ উপকরণের মধ্যেই পড়ে। যেমন, ধূপ, কর্পূর, চন্দন, সিঁদুর, পানসুপারি ইত্যাদি।

Updated By: Aug 18, 2022, 12:05 PM IST
Janmashtami 2022: জন্মাষ্টমীর পুজোয় এই কয়েকটি জিনিস না রাখলে অসম্পূর্ণ থেকে যাবে আপনার পুজো...

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: এবার জন্মাষ্টমী নিয়ে একটু ধন্দ তৈরি হয়েছে। ঠিক কবে বা কোন রাতটি ভক্তেরা মানবেন তা নিয়ে প্রাথমিক ভাবে একটু সমস্যা ছিল। তবে সেটা কেটে গিয়েছে। কেননা, ক্যালেন্ডারে আজই, বৃহস্পতিবারই জন্মাষ্টমী লেখা থাকলেও আজ সারাদিন ধরে জন্মাষ্টমী নয়। আজ রাতে পালন। তিথি থাকছে আগামীকাল শুক্রবারও। ফলে, অনেকে, যাঁরা নিশিপালন করবেন না, তাঁরা শুক্রবারও জন্মাষ্টমী পালন করছেন। জন্মাষ্টমীর শুরু ১৮ অগস্ট রাত ৯টা ২১ মিনিটে, জন্মাষ্টমী থাকছে ১৯ অগস্ট রাত ১০ টা ৫৯ মিনিট পর্যন্ত। এ নিয়ে ধন্দ কাটল। তবে যেটা নিয়ে ধন্দ এখনও কাটেনি অধিকাংশ ভক্তেরই সেটা হল পুজোর উপকরণ। ঠিক কী কী পুজোয় রাখলে পুজো সম্পূর্ণ হবে এ নিয়ে নানা মুনির নানা মত। তবে মোটামুটি যেকটি বস্তু সম্পর্কে সব দিক থেকেই নির্দেশ মিলছে, সেগুলি হল এইরকম:

আরও পড়ুন: Janmashtami 2022 : পুজো তো করেন, জন্মাষ্টমীর এই কথাগুলি জানেন কি?

জাফরান

কুশ ও দূর্বা 

কুমকুম, ধান, আবির, কাঁচা হলুদ

ছোট এলাচ, লবঙ্গ, সুগন্ধি

গোলাপ ও লাল পদ্মফুল 

এগুলি থাকলে পুজো খুবই পরিপূর্ণ হয়ে উঠবে। এছাড়া আরও যেকটি জিনিস থাকা জরুরি, যেগুলি খুবই সাধারণ, সব পুজোতেই থাকে থাকা জরুরি , তবে সেগুলি মোটামুটি সাধারণ উপকরণের মধ্যেই পড়ে। যেমন, ধূপ, কর্পূর,  চন্দন, সিঁদুর, পানসুপারি, ধনে, যজ্ঞোপবীত, গঙ্গাজল, মধু, চিনি, তুলসী, ঘি, দই, দুধ, ফল, মিষ্টান্ন, পঞ্চপল্লব, পঞ্চামৃত, প্রদীপ। শ্রীকৃষ্ণের মূর্তি বা ছবি, গোপালের মূর্তি বা ছবি, সঙ্গে গোপালের পোশাক-গয়না-- এসব তো অপরিহার্য।

জন্মাষ্টমীর দিন দেবকী, বাসুদেব, বলদেব, নন্দ, যশোদার পুজোও করা বিধেয়। এদিন ভগবদ্গীতা পাঠ করা উচিত।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

.