জয়ার `লাস্ট্রাস`

`এথিক ইনোভেটিভ`। ঠিক এই শব্দবন্ধ দিয়েই নিজের কালেকশনকে ব্যাখ্যা করেন ডিজাইনার জয়া মিশ্র।

Updated By: Oct 8, 2012, 04:04 PM IST

`এথিক ইনোভেটিভ`। ঠিক এই শব্দবন্ধ দিয়েই নিজের কালেকশনকে ব্যাখ্যা করেন ডিজাইনার জয়া মিশ্র। মূলত বিদেশের মাটিতে প্রতিষ্ঠিত হলেও জয়া মিশ্রর পোষাকে ভারতীয় ডিজাইনই প্রাধান্য পেয়ে এসেছে বরাবর।
ন্যাশনাল ইন্সটিটিউট অফ ফ্যাশন টেকনোলজির টপার জয়া `সেভেনটিন্থ লায়ন গোল্ড অ্যাওয়ার্ডে` জিতে নেন বেস্ট আপকামিং ডিজাইনারের তকমা। সেখান থেকেই শুরু উত্থান। পরের বছরই জয়ার ভাগ্যে জুটে যায় বেস্ট ন্যাশনাল ডিজাইনারের লায়ন গোল্ড অ্যাওয়ার্ড। লাভ, লাইফ অ্যান্ড লাক্সারি...তিনটে `এল`-এর সেলিব্রেশনকে থিম করেই ২০০৫ সালে নিয়ে আসেন নিজের ব্র্যান্ড `লাস্ট্রাস`। পিস অ্যান্ড ফ্রিডম ২০০৮, স্প্রিং অ্যান্ড সামার কালেকশন কালেকশন ২০০৮, অটম ফল কালেকশন ২০০৯, ডি` ইভ ২০০৯, সিজনস ফর ইউ, নওয়াজ ফর মেন দুর্দান্ত সব কালেকশনে সেজে উঠেছে তাঁর ডিজাইনার র‍্যাক।

লন্ডন ফ্যাশন উইক, দুবাই ফ্যাশন উইক, হংকং ফ্যাশন উইক ২০১২, বস্টন ফ্যাশন উইক, ফিলাডেলফিয়া ফ্যাশন উইক, ব্রুকলিন ফ্যাশন উইকের মত বিদেশের র‍্যাম্পের পাশাপাশি দেশের মাটিতেও ধীরে ধীরে জায়গা করে নিচ্ছেন জয়া। অ্যাম্বে ভ্যালি ইন্ডিয়া ব্রাইডাল উইক, কলকাতায় অডি গ্রুপের ফ্যাশন শো, মুম্বইয়ে সুরিয়া গোল্ড অ্যান্ড সোয়ারভস্কি শোতেও সমান দক্ষতার সঙ্গে উত্তীর্ণ হয়েছেন তিনি। ২০০৯ সালে খোদ কলকাতার বুকেই লঞ্চ করেন নিজের পিস কালেকশন। আগামী বছর ফেমিনা মিস ইন্ডিয়ার অফিশিয়াল ডিজাইনারও তিনি। সেইসঙ্গেই তৈরি হচ্ছেন ব্রাইডাল এশিয়া ও ইন্ডিয়ান ব্রাইডাল উইকের জন্যও।
কলকাতা, দিল্লি, মুম্বই, জয়পুর, আমেদাবাদ, বেঙ্গালুরু, হায়দরাবাদের পাশাপাশি টরোন্টো ও দুবাইতেও শোরুম রয়েছে জয়ার।

.